Web bengali.cri.cn   
সিয়ানমেন শহরের দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া
  2013-03-13 11:19:02  cri

খ.কুলাংইউর দর্শনীয় এলাকার পরিদর্শনের টিকিট বিভিন্ন রকমের। আপনারা ইচ্ছা মতো টিকিট কিনতে পারেন। এক সেট টিকিট কিনে আপনারা কুলাংইউর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন, টিকিটের দাম ১০০ ইউয়ান এবং শিশুদের জন্য ৬০ ইউয়ান। কুলাংইউতে যাওয়া-আসার জন্য জাহাজের টিকিটের মূল্য মোট ৮ ইউয়ান।

ক.হ্যাঁ, আগে আমরা বলেছি কুলাংইউতে সাধারণভাবে কোনো গাড়ি দেখা যায় না। এ ছোট দ্বীপের প্রাকৃতিক দৃশ্য উপভোগকরতে চাইলে, হাঁটা হচ্ছে সবচে ভালো উপায়। তবে বিদ্যুত্চালিত গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য পরিদর্শন করা যায়, যার জন্য খরচ একটু বেশি হবে। এ-গাড়ীর প্রতিটি আসনের জন্য আপনাকে গুণতে হবে ৫০ ইউয়ান। তা ছাড়া, এ বিশেষ ধরণের গাড়ী কয়েকটি নির্দিষ্ট দর্শনীয় স্থানেই কেবল আপনাকে নিয়ে যাবে। তাই, হেঁটে হেঁটে দ্বীপের সুন্দর দৃশ্য আরও ভালভাবে উপভোগ করার পরামর্শ দিতে চাই। সিয়ামেন থেকে কুলাংইউ জাহাজ চলাচল করে ২৪ ঘন্টাই। প্রতি ১০ মিনিট পর পর একটি জাহাজ ছাড়ে।

ক.কুলাংইউ ছাড়া, আমরা কেচিয়া লোকদের থুলৌতে বেড়াতে গেছি। কেচিয়া জাতি চীনের সংখ্যালঘু জাতি নয়; তারা হান জাতির লোক,তবে নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলে। তাদের ভাষাকে'কেচিয়া ভাষা' বলে ডাকা হয়। বর্তমানে কুয়াংতুং ও ফুচিয়ান প্রদেশে কেচিয়া লোকদের সংখ্যা সবচে বেশি। তাদের বৈশিষ্ট্যময় থুলৌ অর্থাত্ মাটি ভবন এক ধরনের জাতীয় স্থাপত্য। সাধারণত তা গোলাকার ও চারকোণার হয়। মাটি ও ইট দিয়ে তৈরী করা হয়। এসব ভবনের ছাদের অংশ কালো টালি নিয়ে গঠিত এবং ভবনের দেয়াল হলুদ রঙের মাটি দিয়ে তৈরী করা হয়। প্রাচীনকালে ফুচিয়ান প্রদেশের লোংইয়ান শহর থেকে এ মাটি-ভবন নির্মাণের প্রচলণ হয়েছে। বর্তমানে লোংইয়ানে গোলাকারের মাটি-ভবন ৩৬০টি এবং চারকোণাকৃতির মাটি-ভবন ৪০০০টিরও বেশি।

খ.প্রাচীনকালে কেচিয়া লোকেরা মাটি ও পাথর দিয়ে এ-ধরণের ভবন তৈরী করত। ভবনের দরজা ১০ মিলিমিটার কাঠ দিয়ে তৈরী। দরজায় আগুন-প্রতিরোধক ব্যবস্থাও রয়েছে। গোলাকার মাটি-ভবনের প্রথম ও দ্বিতীয় তলার কক্ষগুলোতে কোনো জানালা নেই। তবে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। মাটি-ভবনের সর্বোচ্চ স্থানে স্থাপণ করা হয় পর্যবেক্ষণ টাওয়ার; সেখান থেকে অনেক দূরের দৃশ্য দেখার জন্য।

ক.মাটি ভবনের কিছু তথ্য জানার পর, এখন গানের পালা। গানের নাম 'কেচিয়া জাতির লোক সবাইকে স্বাগত জানায়'। এ গানের মধ্য দিয়ে কেচিয়া জাতির লোকদের আন্তরিকতা অনুভব করা যায়।

খ.গোলাকার মাটি-ভবন হল কেচিয়া জাতির বৈশিষ্ট্যময় বাসভবন।মাঝখানে একটু খালি জায়গা রেখে, এর চারপাশে বিভিন্ন স্তরের গোলাকার বাসভবন নির্মিত হয়। সবচে বাইরের ভবনের উচ্চতা ১০ মিটারেরও বেশি। প্রতিটি ভবন তিন বা চার তলার হয়। তৃতীয় ও চতুর্থ তলায় কক্ষের সংখ্যা ১০০ থেকে ২০০টি পর্যন্ত। দ্বিতীয় তলায় গুদাম এবং নিচ তলায় রান্না ঘর ও ডাইনিং হল।

ক. আচ্ছা, এসব দেখেশুনে আপনার মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছে, সে-সম্পর্কে কিছু বলুন।

খ.--- মাটি-ভবনের তথ্য জানার পর এখন গান শোনার পালা। গানের নাম 'কেচিয়া জাতির মাটি-ভবনে বেড়াতে আসুন'। চীনের লোকসংগীতের জনপ্রিয় শিল্পী ইউ ওয়েন হুয়া তাঁর মিষ্টি কন্ঠে এ-গানটি গেয়েছেন। চলুন একসঙ্গে গানটি শুনি।

ক.সিয়ামেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় আমার মনে গভীর প্রভাব ফেলেছে। কারণ এ ক'দিনেআমাদের কয়েকটি আলোচনা অনুষ্ঠান সেখানে আয়োজিত হয়েছে। তা হল সিয়ামেন বিশ্ববিদ্যালয়।

খ. হ্যাঁ,সেখানকার প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর। প্রবাসী চীনা জনাব ছেন চিয়া কেং ১৯২১ সালে এ-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চীনের ইতিহাসে কোনো প্রবাসী চীনা কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এটি। আমি ক্যাম্পাসে প্রবেশ করে নানা ধরনের সুন্দর ফুল ও গাছ দেখেছি; বিভিন্ন রাস্তা খুবই পরিস্কার এবং ছাত্রছাত্রীদের হোস্টেলও হোটেলের মতো সমুদ্রের পাশে নির্মিত হয়েছে। এ-বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা যেন একটি বড় বাগানে প্রবেশ করার মতো।

ক. ২০১০ সাল থেকে সিয়ামেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অবসর সময়কে আরো আনন্দময় করার জন্য ক্যাম্পাসে গল্ফ খেলার মাঠ নির্মাণ করেছে। হোস্টেলগুলো দরজায়স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছাড়া, সিয়ামেন শহরের হাল্কা ধরনের খাবারও খুব মজার,তাইনা? কী কী খাবার আপনার বেশ ভালো লেগেছে?

ক.সময় দ্রুত চলে যায়; আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। এখন আমরা এ-সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: ফুচিয়ান প্রদেশের কেচিয়া জাতির লোকদের বৈশিষ্ট্যময় স্থাপত্যের নাম কী?

খ.প্রশ্নটি আবার বলি: ফুচিয়ান প্রদেশের কেচিয়া জাতির লোকদের বৈশিষ্ট্যময় স্থাপত্যের নাম কী?

ক.বন্ধুরা,যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো মতামত দিতে চান অথবা কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চান,তাহলে আমাদেরকে চিঠি পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn.(সুবর্ণা/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040