|
ক.বন্ধুরা, এ সুন্দর গানটি শোনার পর এখন আমি আপনাদের জন্য কুলাংইউর দর্শনীয় স্থানের তথ্য জানিয়ে দিচ্ছি। প্রাচীনকালে ঐতিহাসিক ও ভোগৌলিক কারণে বহু বছর ধরে বিদেশি সৈন্যরা কুলাংইউ দখল করে রাখে। তাই এখানে চীন ও পাশ্চাত্য বৈশিষ্ট্যের স্থাপত্য---উভয়ই দেখা যায়।এ-জন্য কুলাংইউর আরেকটি নাম হল 'বহুজাতিক স্থাপত্যের জাদুঘর'।তাছাড়া, চীনের অনেক বিখ্যাত সংগীত শিল্পী এখানে বাস করতেন। এখানকার পিয়ানোর সংখ্যা অনেক বেশি, এ কারণে এ দ্বীপকে 'পিয়ানো দ্বীপ' বলেও ডাকা হয়।
খ.স্থানীয় অঞ্চলের গাইডের কাছে থেকে জানতে পেরেছি যে,প্রাচীনকালে চীনের মিং রাজবংশ আমলে চীনা জাতির বীর চেং ছেং কুং বিদেশি শত্রুদের আগ্রাসন ঠেকানোর জন্য সেনাবাহিনী নিয়ে এখানে অবস্থান করেছিলেন। ১৮৪২ সালে আফিম যুদ্ধের পরবৃটেন,যুক্তরাষ্ট্র,ফ্রান্স,জাপান,জার্মানি ও স্পেনসহ ১৩টি দেশ কুলাংইউতে নিজেদের কনস্যুলেট প্রতিষ্ঠা করে। এর সাথে সাথে বিভিন্ন দেশের ব্যবসায়ী ওমিশনারিরাও এখানে এসে চার্চ,ব্যাংক,হাসপাতাল ও স্কুল নির্মাণ করে।১৯৪২ সালের ডিসেম্বর মাসে জাপান কুলাংইউ দখল করে এবং ১৯৪৫ সালের আগস্ট মাসে আগ্রাসী জাপানী বাহিনীর পরাজয়ের পর, কুলাংইউতে শতাধিক বছরের ঔপনিবেশিক শাসনামলের অবসান ঘটে।
ক.আচ্ছা, এতোক্ষণ আমরা শ্রোতাবন্ধুদের জন্য সিয়ানমেন শহর ও কুলাংইউর ইতিহাসের কিছু পরিচয় দিয়েছি। এখন আমরা আরেকটি কোমল ও সুন্দর গান শুনবো,কেমন? গানের নাম 'গ্রীষ্মকালের কুলাংইউ দ্বীপ।
খ. গানেপ্রেমিক-প্রেমিকার একসঙ্গে কুলাংইউতে বেড়াতে আসার আনন্দময় স্মৃতি রোমন্থন করা হয়েছে। চলুন একসাথে এ গানটি শুনি।
ক. সুন্দর গানটি শোনার পর এখন আমরা কুলাংইউর স্থাপত্য নিয়ে কিছু কথাবলি। কুলাংইউ একটি স্থাপত্য জাদুঘরের মতো। অনেক স্থাপত্য ইউরোপীয় বৈশিষ্ট্যসম্পন্ন। গ্রীসের তিনরকম স্তম্ভ যেমন,ডোরিক অর্ডার,আইওনিক অর্ডার এবং কোরিনথিয়ান অর্ডার,গোথিক ছাদএবং ইসলামিক গোল ছাদ সবই দেখা যায়।কুলাংইউতে একটি গোলাকার রাস্তা নির্মিত হয়েছে, এর মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার। রাস্তাটি গেছে সুরঙ্গের ভেতর দিয়ে এবং সেতুর ওপর দিয়ে। বিদ্যুত্চালিত গাড়িতে বসে আপনারা কুলাংইউর বিভিন্ন এলাকায় পৌঁছতে পারেন। আমার মনে হয়েছে, সাইকেলে করে দ্বীপের মধ্যে ঘুরে বেড়ানো বেশ মজার ব্যাপার। ক্যামেরায় দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ধরে রাখা যেতে পারে, যা পরবর্তী কালে আপনার প্রিয় স্মৃতিচিহ্নে পরিণত হবে। আচ্ছা, কুলাংইউ'র কোন কোন দর্শনীয় স্থান আপনার কাছে সবচে আকর্ষণীয় মনে হয়েছে?
খ.এখানে আমার প্রিয় দর্শনীয় স্থানের সংখ্যা অনেক বেশি। যেমন, রিকুয়াং রক মন্দির। আসলে সেটা একটি প্রাকৃতিক পাথরের গুহা;এর উপরে একটি বড় সাইজের পাথর আছে। এ পাথর হচ্ছে কুলাংইউর সবচেয়ে উঁচু স্থান। চীনা জাতির বীর চেং ছেংকুং কুলাংইউ পরিদর্শন করার সময় এ-দর্শনীয় স্থানটিকে রিকুয়াং রক বলে ডাকেন। চীনা ভাষায় এর অর্থ হল 'সুর্যালোক রক'। তাছাড়া, পিয়ানো জাদুঘর এবং অর্গান জাদুঘর খুবই ভালো। জাদুঘরে নানা ধরনের পুরনো পিয়ানো ও অর্গান দেখা যায়;এ জাদুঘরে প্রবেশ করা যেন সংগীতের সমুদ্রে প্রবেশ করার মতো।
ক. পিয়ানো জাদুঘর পরিদর্শন করার পর আপনার কেমন লেগেছে?
ক.কুলাংইউ ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য কিছু টিপস্ দিতে চাই এখানে। শ্রোতাবন্ধুরা, আপনারা কখনো এখানে বেড়াতে এলে, এসব টিপস্ কাজে লাগবে। প্রতি বছরের জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুলাংইউতে খুবই শক্তিশালী টাইফুন আঘাত হানে; তখন সৈকতের কাছে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়; এ কারণে কুলাংইউতে বেড়াতে যাওয়ার সময় ঠিক করার সময় এ-বাস্তবতাকে মাথায় রাখতে হবে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওখানে না-যাওয়াই ভালো।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |