Web bengali.cri.cn   
সিয়ানমেন শহরের দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া
  2013-03-13 11:19:02  cri
গেল সপ্তাহে সিআরআই ও হানবানের যৌথ উদ্যোগে বাংলাদেশ,পাকিস্তান,শ্রীলংকা ও রাশিয়াসহ কয়েকটি দেশের চীনা ভাষারশিক্ষার্থীরা চীন সফর করেছে এবং তাদের নিয়ে বেড়াতে নিয়ে যাওয়া হয় পেইচিং ও সিয়ামেন শহরে। আমি বাংলাদেশের দু'জন ছাত্র-ছাত্রীর সঙ্গে সিয়ামেনে বেড়াতে গিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে সেই অভিজ্ঞতার কথা বলবো; আপনাদের নিয়ে যাবো সিয়ানমেন শহরের বিভিন্ন দর্শনীয় পর্যটন স্থানে।

ক.সিয়ামেন শহরে পৌঁছার পর আপনার কেমন লেগেছে? শ্রোতাবন্ধুদের সাথে আপনার অনুভূতি শেয়ার করবেন কি?

খ.সিয়ামেন শহরের কুলাংইউর নাম আগেই শুনেছি; শুনেছি এর প্রাকৃতিক সৌন্দের্যের কথা। কিন্তু নিজের চোখে দেখার পর সবকিছু ঘুরে দেখার আগ্রহ অনেক বেড়ে যায়।শোনা আর দেখার মধ্যে পার্থক্যটাও বুঝতে পেরেছি। সত্যি, সে এক চমত্কার অভিজ্ঞতা।

ক.আচ্ছা। আপনার কথা শুনে মনে হচ্ছে, শ্রোতাবন্ধুদের সিয়ামেন শহর সম্পর্কে খানিকটা ধারণা দেয়া দরকার। সিয়ামেন শহর দক্ষিণ-পূর্ব চীনের উপকূলীয় শহর।এর দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত ছোট্ট দ্বীপটির নাম কুলাংইউ। আজ থেকে প্রায় ৩০০০ বছর আগেও সিয়ামেনে মানুষের বসবাস ছিল। প্রাচীনকালে চীনের সোং ও ইউয়ান রাজবংশের সময় এখানকার লোকসংখ্যা বৃদ্ধি পায় এবং এর উত্তর দিকে ছুয়ানচৌ বন্দরের বাণিজ্যের সমৃদ্ধির কারণে সিয়ানমেন শহরের আরও উন্নতি হয়। চীনা ভাষায় কু' অর্থ হল ঢোল; লাং'র অর্থ হল ঢেউ এবং ইউ'র অর্থ হল দ্বীপ। সমুদ্রের ঢেউ এ-ছোট দ্বীপের পাথরেযখন আছড়ে পড়ে, তখন ঢোলের আওয়াজের মতোশব্দ শোনা যায় বলে একে এ-নামে ডাকা হয়।

খ. কুলাংইউ সিয়ামেন শহরের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।সিয়ামেন শহর ও কুলাংইউর মধ্যে সমুদ্র রয়েছে। জাহাজেচড়ে ৫ মিনিটের মধ্যে কুলাংইউতে পৌঁছানো যায়। ছোট দ্বীপটিতে মাত্র ২০ হাজার লোকের বাস। দ্বীপের প্রাকৃতিক পরিবেশ খুবই আরামদায়ক। চারটি ঋতুই বসন্তকালের মতো।লোকজন এ দ্বীপটিকে'সমুদ্রের বাগান' বলে ডাকে। আচ্ছা, কুলাংইউর দর্শনীয় স্থান ও সুন্দর দৃশ্যেরআরো পরিচয় দেয়ার আগে আমরা কি শ্রোতাবন্ধুদের জন্য একটি সুন্দর গান প্রচার করবো?

খ. গান শোনার আইডিয়া মন্দ নয়। শ্রোতাবন্ধুরা, চলুন তাহলে শোনা যাক একটি গান। গানটি লেখা হয়েছে 'কুলাংইউ' নিয়েই। গানের কথা মোটামুটি এমন: সমুদ্রের বাতাসের সাথেকুলাংইউতে বেড়াতে যাই/ তুমি জানো আমার সঙ্গে কে থাকবে?/ সুর্যালোকের সাথে আলিঙ্গন করি/ আমার মন ভালো হয়ে যায়/হাত দিয়ে ছুঁয়ে দিই কুলাংইউ'র সমুদ্রের পানি/ এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে মন আনন্দে নেচে ওঠে/ সুন্দর ও শান্ত কুলাংইউতে বেড়াতে যাই/ মনে হয় স্বপ্নের জগতে প্রবেশ করছি....


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040