|
আলিম: সুন্দর ও মিষ্টি গানটি শোনার পর 'পুয়ার চা' সম্পর্কে আরও কিছু তথ্য দিচ্ছি। আজকাল ভোক্তারা অর্গানিক খাবার বেশি পছন্দ করেন। তাই পুরনো চা গাছের পাতা এবং প্রাকৃতিক চা ক্রেতাদের কাছে বেশি প্রিয়। এ জন্যে 'পুয়ার চা'-এর বিক্রির পরিমাণ দ্রুত বেড়েছে। এ সম্পর্কে পুয়ার শহরের নাগরিকরা অনেক গর্বিত। এখন চীনের বিভিন্ন অঞ্চলের লোকেরা পুয়ার চা সম্পর্কে জানে। পুয়ার চায়ের জন্মস্থান বর্তমানে বিশ্বের চা পাতার কেন্দ্রে পরিণত হয়েছে।
সুবর্ণা: আচ্ছা, বন্ধুরা,সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হবে। তবে শেষ করার আগে আরেকটি সুন্দর গান শুনবো আমরা। গানের নাম 'পুয়ার প্রাচীন চা-অশ্ব পথের প্রেমের গান'।
আলিম: গানের কথা মোটামুটি এমন: ঘোড়-সওয়ার ভাই, তুমি আমার জন্য অপেক্ষা কর/ আমি তোমার সঙ্গে প্রেমের মিষ্টি কথা বলতে চাই/ প্রিয় মেয়ে, তুমি আমার জন্য অপেক্ষা কর/ ঘোড়া দেখভাল শেষে আমি বাসায় গিয়ে তোমার সঙ্গে কথা বলবো/ চলো আমরা সুর্যাস্তের পর মিষ্টি প্রেমের কথা বলি...
সুবর্ণা: সুন্দর গানটি শোনার পর এখন এ-সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: কোন সাল থেকে 'পুয়ার চা' আধুনিক প্রযুক্তি দিয়ে চাষ করা শুরু হয়?
আলিম. প্রশ্নটি আবার বলি: কোন সাল থেকে 'পুয়ার চা' আধুনিক প্রযুক্তি দিয়ে চাষ করা শুরু হয়?
সুবর্ণা: আমরা আপনাদের উত্তর চিঠি অপেক্ষা রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn (সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |