Web bengali.cri.cn   
বসন্ত উত্সবের মন্দির মেলা
  2013-02-19 18:15:47  cri

আলিম: সুবর্ণা, বাংলাদেশের বিভিন্ন মেলায় নানা ধরনের সুস্বাদু খাবারও পাওয়া যায়। চীনের মন্দির মেলায় কি খাবার পাওয়া যায়?

সুবর্ণা: তা তো অবশ্যই। মন্দির মেলার হাল্কা ধরনের খাবার আরেকটি মজার ব্যাপার। বিংথাংহুলু, বিভিন্ন ধরনের মিষ্টি কেক, লাল ডালের পুরসহ আই ও ও এবং হলুদ ডাল দিয়ে তৈরী হালুয়া ইত্যাদি সুস্বাদু খাবার পাওয়া যায় মন্দির মেলায়। খাঁশির মাংসের শিক কাবাবও অনেকে পছন্দ করেন। শিশুদের প্রিয় খাবারও মেলায় পাওয়া যায়।

আলিম: শুনেছি পেইচিংয়ের লোংথানহু মন্দির মেলায় চীনের ঐতিহ্যবাহী নাচের প্রদর্শনী হয়। এ-প্রদর্শনী সম্পর্কে যদি আমাকে এবং শ্রোতাদের একটা ধারণা দেন তো ভালো হয়।

সুবর্ণা: হ্যাঁ, ১৯৮৪ সাল থেকে লোংথানহু পার্কে বসন্ত উত্সবের সময় মন্দির মেলার আয়োজন করা হচ্ছে। পেইচিংয়ের অন্যান্য মন্দির মেলার চেয়ে এখানকার মন্দির মেলা আরও জমজমাট। এ পার্কের মধ্যে একটি বড় আকারের হ্রদ আছে; এটি প্রায় ২ কিলোমিটার লম্বা। এখানকার ঐতিহ্যবাহী নাচ সবচে জনপ্রিয়। শিল্পীরা সুন্দর রঙয়ের কাপড়-চোপড় পড়ে উঁচু রণপায় দাঁড়িয়ে নাচ করে। তাদের হাতে থাকে কাপড়ের পাখা ও রুমাল। তাদের বিভিন্ন ভঙ্গির নাচ দেখতে বেশ মজার।

আলিম: সত্যিই তা বেশ মজার হবার কথা। তবে, কথা বলতে বলতে সময় ফুরিয়ে এলো; সময় হলো যাবার। যাবার আগে অবশ্য একটি গান থাকছে; বসন্ত উত্সবের গান। শ্রোতাবন্ধুরা, চলুন শোনা যাক গানটি।

সুবর্ণা: গান শোনার পর এখন এ সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্নের পালা। প্রশ্নটি হচ্ছে: চীনের মন্দির মেলার কোন খেলনা সবচে জনপ্রিয়?

আলিম: প্রশ্নটি আবার বলি: চীনের মন্দির মেলায় কোন খেলনা সবচে জনপ্রিয়?

সুবর্ণা: প্রশ্নের উত্তর লিখে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn(সুবর্ণা/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040