|
আলিম: সুবর্ণা, বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে বলবেন?
সুবর্ণা: 'কাগজ মাছ' কাগজ দিয়ে তৈরী মাছ। বাঁশ থেকে তৈরী সরু কাঠি, সাদা সুতা এবং কাগজ দিয়ে এই 'কাগজ মাছ' তৈরী করা হয়। কাগজ মাছ আসলে বাচ্চাদের জন্য তৈরী এক ধরণের খেলনা। চীনা ভাষায় কাগজ মাছকে বলা হয় 'নিয়েন নিয়েন ইয়ো ইউ'; এর অর্থ 'বছর শেষে প্রচুর অর্থ সঞ্চিত হবে'।
আলিম: সুবর্ণা, আমি চীনে আসার পর 'লিউ আপা' আমাকে পুতি দিয়ে নিজের হাতে তৈরী একটি 'মাছ' উপহার দিয়েছেন এবং বলেছেন, এ-মাছ ঘরে রাখলে বছর শেষে আমার অনেক টাকা-পয়সা সঞ্চয় হবে। এখানে শ্রোতাদের বলে রাখি, লিউ আপা একজন চীনা নারী এবং চমত্কার বাংলা বলতে ও লিখতে পারেন। সে যাক, এখন আমরা একটি গান শুনবো। গানটি বেশি অর্থ সঞ্চয়ের শুভ কামনার সাথে জড়িত।
সুবর্ণা: মন্দির মেলায় আরেকটি খেলনা অতি জনপ্রিয়। তা হল 'কাগজের চক্র'। বাঁশের কাঠি ও কাগজ দিয়ে এ-খেলনা তৈরী করা হয়। দেখতে অনেকটা পাখার মতো। এটি বাতাসে ঘোরে এবং তা দেখে বাচ্চারা ভীষণ মজা পায়। এটি একটি মজার খেলনা।
আলিম: সুবর্ণা, বাংলাদেশের বৈশাখী মেলা বা অন্যান্য মেলায়ও কাগজের তৈরী চক্র পাওয়া যায়। বাংলাদেশে একে ডাকা হয় 'কাগজের চড়কা' বলে। বাচ্চারা খুব পছন্দ করে। সে যাক, আবারো ফিরে আসি চীনের বসন্ত উত্সবের কাছে। বসন্ত উত্সব চলাকালে চীনারা বাড়ির প্রবেশদ্বারে দুই লাইনের একটি ধর্মীয় শ্লোক লিখে থাকে; দরজায় সেটে দেয় নতুন বছরের দেয়াল চিত্র; এবং সদর দরজায় ঝুলিয়ে দেয় বিভিন্ন ধরণের চীনা লণ্ঠন। এসবই রেওয়াজ বা প্রথা। বসন্ত উত্সবের আগে বাজারে প্রচুর দেয়াল চিত্র ও দুই লাইনের শ্লোক লেখা কাগজ পাওয়া যায়। এক্ষেত্রে চীনাদের পছন্দ হচ্ছে সুখী জীবনের ছবি, সুন্দর ফুল ও মনোরম দৃশ্যের চিত্র। বসন্ত উত্সবের লন্ঠন প্রদর্শনীও দেখার মতো। চীনা লন্ঠন চীনের এক ঐতিহ্যিক শিল্পকর্ম। এগুলোর কোনোটার আকৃতি খরগোসের মতো, কোনোটা ছাগলের মতো, কোনোটা টেলিভিশন কার্টুনের কোনো জনপ্রিয় চরিত্রের মতো। এসব জিনিস মন্দির মেলায়ও পাওয়া যায়। মেলার ছোট ছোট দোকানে আপনারা পছন্দমতো জিনিস কিনতে পারেন এবং সেসব দিয়ে বাড়ি সাজাতে পারেন।
সুবর্ণা: কাগজের তৈরী এসব জিনিসের মধ্যে 'দীর্ঘায়ু' ও 'কল্যাণ' অক্ষরসমৃদ্ধগুলো বেশি জনপ্রিয়। আপনারা মন্দির মেলায় প্রবেশ করলেই দেখবেন কাগজ চক্র, কাগজ মাছ, বা 'দীর্ঘায়ু' বা 'কল্যাণ' অক্ষর অংকিত কাগজের জিনিস হাতে লোকজনের আনন্দিত মুখ।
আলিম: শুনেছি পেইচিংয়ের ছাওইয়াংমেনের কাছে তুংইউয়ের মন্দির মেলা খুবই বিখ্যাত। এ মন্দির মেলা তুংইউয়ে মন্দিরের কাছে আয়োজিত হয়। এ মন্দিরে তিন ধরণের দেবতার উপাসনা করা হয় এবং তাদের কাছে প্রার্থনা করা হয়। এদের মধ্যে প্রেমের দেবতা সবচে বিখ্যাত এবং প্রেম দেবতা ও সুখী দেবতা পর্যটকদের বেশ আকর্ষণ করে। প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বা আলাদা ভাবে সেখানে এসে প্রার্থনা করে প্রেমিক বা প্রেমিকার ভালোবাসা পাবার আশায়। বছর শেষেও এখানে ভীড় হয়; তখন বছর ধরে তাদের আশা আকাঙ্কা পূরণ হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভক্তরা।
সুবর্ণা: আচ্ছা, মন্দির মেলার কিছু তথ্য জানার পর এখন গানের পালা। বসন্ত উত্সব সম্পর্কে একটি গানটি শুনবো আমরা। গানের মাধ্যমে আপনারাও চীনের বসন্ত উত্সবের সরগরম পরিবেশ অনুভব করতে পারবেন আশা করি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |