Web bengali.cri.cn   
শীতকালে তিব্বতে বেড়াতে যাওয়া
  2013-01-16 17:22:44  cri

সুবর্ণা: শীতকালের তিব্বতের প্রাকৃতিক দৃশ্য যদিও দারুণ সুন্দর, তবে অনেক পর্যটক স্থানীয় অঞ্চলের মালভূমিকে ভয় করেন। আসলে অতোটা ভয় পাবার কিছু নেই। তিব্বতের পর্যটন সহযোগিতা বিভাগের উপ-পরিচালক এ-প্রসঙ্গে বলছেন, "যদি তিব্বতে আসার পর শারীরিক সুস্থতা নিয়ে আপনাদের মনে কোনো ভয় থাকে, তবে কম উচ্চতায় অবস্থিত দর্শনীয় স্থানগুলো আগে দেখে, ধাপে ধাপে উচ্চতর স্থানে অবস্থিত স্থানগুলো পরিবদর্শন করবেন। এতে আপনাদের শরীর এখানকার উচ্চতার সাথে সহজে খাপ খাইয়ে নেবে।" আলিম ভাই, এক্ষেত্রে আমার অভিজ্ঞতাও কিন্তু তাই বলে। আমি দেখেছি, দক্ষিণ তিব্বতের আবহাওয়া সবচেয়ে গরম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এ-অঞ্চলের উচ্চতাও খুব একটা বেশি নয়। পর্যটকরা লিনচি থেকে তিব্বতের ভ্রমণ শুরু করলে ভালো করবেন। লাসার আবহাওয়া তুলনামূলকভাবে একটু বেশি ঠাণ্ডা। বিশেষ করে বিভিন্ন মন্দির ও পোতালা প্রাসাদে আরোহণ করার সময় কোনো কোনো পর্যটকদের একটু শ্বাসকষ্ট হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে, সেখানে ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেনের বোতল সাথে রাখুন।

আলিম: তিব্বতে বেড়াতে গেলে আমি আপনার এই পরামর্শ মনে রাখবো; যদিও আমার মনে হয় না যে, অক্সিজেনের প্রয়োজন আমার হবে (হাসি)। আচ্ছা, এবার আবারো গান শোনার পালা। গানের নাম 'তুষারাচ্ছন্ন পাহাড় আচিয়া'। গানের কথা এমন: তুষারাচ্ছন্ন পাহাড় দূর থেকে কাছে চলে আসছে/ মিষ্টি মেয়ে সুন্দর গান গায়/ তার লম্বা কালো চুলের বেণী বাতাসে দোলে/ তুষারাচ্ছন্ন পাহাড় আস্তে আস্তে কাছে চলে আসছে/ সদ্যফোটা তুষার শাপলার লজ্জায় লাল হয়....

সুবর্ণা: সুন্দর গানটি শোনার পর এখন আমি শ্রোতাবন্ধুদের জন্য লিনচি এলাকার কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। পর্যটকরা যদি ছিংহাই-তিব্বত রেলপথ ধরে তিব্বতে বেড়াতে আসেন, তাহলে তাদের শরীর ধীরে ধীরে মালভূমির আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেবে বলে আশা করা যায়। লিনচি এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ২৮০০ মিটার উচুঁ; লিনচির আরেক নাম 'তিব্বতের চিয়াননান প্রদেশ'। এখানকার অরণ্য খুবই ঘন এবং এখানে অক্সিজেনের পরিমাণও তিব্বতের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। এখানে পর্যটকরা নিজেদের শরীরকে একটু হালকা অনুভব করবেন। তাই এখানে চলাফেরা একটু ধীরগতিতে করা ভালো।

আলিম: তিব্বতের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির সার্বিক উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনার উন্নতির সাথে সাথে, শীতকালে তিব্বতে ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকদের সংখ্যাও অনেক বেড়েছে। ২০১১ সালের শীতকালে তিব্বতে পর্যটকদের সংখ্যা ছিল এক লাখ আশি হাজার, যা ২০১০ সালের তুলনায় ৪৮ শতাংশেরও বেশি। তিব্বতের পর্যটন ব্যুরোর প্রধান জানালেন, তারা হিমালাইয়া'র ৫টি গিরিখাতের সুন্দর দৃশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান। কারণ একটি গিরিখাতের মধ্যে একই সাথে চারটি ঋতুর দৃশ্য দেখা যায়; এ-আশ্চর্য্য দৃশ্য শুধুমাত্র তিব্বতেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, আপনি কি তিব্বতের ওই গিরিখাতের অপার সৌন্দর্য্য দেখার সুযোগ পেয়েছিলেন?

সুবর্ণা: ......দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে এলো। তবে, যাবার আগে তিব্বতের প্রতি ভালোবাসা প্রকাশ করে গাওয়া আরেকটি গান শোনাতে চাই। শ্রোতাবন্ধুরা, শুনুন তাহলে, 'আমার ভালোবাসা তিব্বত'।

আলিম: আর এ সুন্দর গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আপনাদের যে কোনো মতামত আমাদের জানান; কোনো অনুরোধ থাকলে, তাও লিখে পাঠান।

সুবর্ণা: আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাই চিয়ান।(সুবর্ণা/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040