|
আলিম: যারা শীতকালে তিব্বত ভ্রমণে আসতে চান, তাদের জন্য ভালো খবর হচ্ছে: শীতে এখানে খরচাপাতি গ্রীষ্মকালের তুলনায় কম হবে। যেমন ধরুন; তিব্বতের শাননান এলাকায় সবধরণের দর্শণীয় স্থানের টিকিট পাওয়া যায় ৫০ থেকে ৭০ শতাংশ কমে; এসময় হোটেলের রুম ভাড়াও প্রায় অর্ধেক থাকে। শুধু তাই নয়, এসময় তিব্বত আসার সময় পর্যটকদের বিমান ভাড়াও গুনতে হয় তুলনামূলকভাবে অনেক
সুবর্ণা: এটা আসলেই পর্যটকদের জন্য আকর্ষণীয় একটা দিক। যারা গ্রীষ্মকালে তিব্বত বেড়াতে আসেন, তারা শীতকালেও এখানে বেড়াতে আসতে পারেন তুলনামূলকভাবে অনেক কম খরচে। আর যদি কেউ শুধু একবারই সবচে কম খরচে তিব্বত দেখতে আসতে চান, তাদের জন্য শীতকালই ভালো সময়।
আলিম: আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে একবার তিব্বত আসবে---তা সে গ্রীষ্মকালেই হোক, বা শীতকালে, সে তিব্বতের প্রেমে পড়ে যাবে। শ্রোতাবন্ধুরা, 'তিব্বতের প্রেম' নামে কিন্তু একটা সুন্দর গানও আছে? শুনবেন নাকি? ঠিক আছে, তাহলে শুনুন 'তিব্বতের প্রেম'। গানের কথাগুলোর বাংলা মোটামুটি এমন: দূর দূরান্তের আকাশে একটি রহস্যময় ও পুরনো স্থান আছে/ সেটি খুবই মনোহর/ থাংকুলা পাহাড় যেখানে দাঁড়িয়ে আছে/ সেখানে ওরা প্রার্থনা করে...
সুবর্ণা: পর্যটকদের জন্য তিব্বতে শীতকালে চমত্কার সব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন; নভেম্বর মাসে তিব্বতের পর্যটন দূতের প্রতিযোগিতা, নববর্ষ উপলক্ষ্যে 'বিশ্বছাদ' নামক সংগীতানুষ্ঠান এবং নববর্ষের পর পবিত্র স্থানের বিবাহ অনুষ্ঠান। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্যটকরা তিব্বতের সংস্কৃতি ও রীতিনীতির সাথে পরিচিত হবার সুযোগ পেয়ে থাকেন; এসব অনুষ্ঠান তাদের আনন্দও দেয়।
আলিম: সুবর্ণা, পবিত্র স্থানের বিবাহ অনুষ্ঠানটা আসলে কী?
সুবর্ণা: পবিত্র স্থানের বিবাহ অনুষ্ঠান হচ্ছে....
আলিম: তিব্বতের পর্যটন বিভাগের তদারকিতেও অনেক পর্যটক শীতকালে তিব্বতে বেড়াতে আসেন। দক্ষিণ চীনের নানচিং প্রদেশের প্রবীণ পর্যটক ৬৬ বছর বয়স্ক তুং লি কুও আমাদের সংবাদদাতাকে বললেন, "শীতকালে লাসা নানচিন শহরের চেয়ে গরম। দিনের বেলায় সুর্যালোক প্রখর ও নরম। লাসায় পৌঁছার পর এখানকার প্রাকৃতিক পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নেয়া যায়। অবসরপ্রাপ্তদের জন্য কিছু টাকা আর সময় ব্যয় করে এখানে এসে প্রকৃতির রহস্যময়তা ও সৌন্দর্য্য উপভোগ করা একটা দারুণ ব্যাপার।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |