|
চিয়াং. প্রিয় বন্ধুরা, এখন আমরা আরেকটি গান শুনবো। গানের নাম 'সন্ন্যাসী'। গানের কথা অনেকটা এমন: পাহাড়ের মধ্যে একটি পুরনো ও জরাজীর্ণ মন্দির আছে/ পর্যটক বা স্থানীয় লোকজন সেখানে যায় না/ মন্দিরে মাত্র একজন সন্ন্যাসী বসবাস করেন/ যদিও কেউ তার সঙ্গে দেখা হয় না/ তবুও তিনি আন্তরিকভাবে ও মনোযোগ দিয়ে বৌদ্ধ ধর্মের শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন..
সুবর্ণা. প্রিয় বন্ধুরা, এখন আমি শ্রোতাবন্ধুদের একটি চিঠি পড়ে শোনাবো। শ্রোতার নাম রবিশংকর বসু; তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক। গত সপ্তাহে তিনি সিআরআই হিন্দী বিভাগের শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে চীন সফরে আসেন এবং অফিসে তাঁর সঙ্গে আমাদের দেখা হয়। আমাদের নাম শুনে তিনি ঠিক ঠিক আমাদের অনুষ্ঠানের নাম ও বিষয় বলে দিলেন। ব্যাপারটা ছিল আমাদের জন্য প্রেরণাদায়ক। তো, তারই লেখা একটি চিঠি আমাদের হাতে এসে পৌঁছায় অনেক দেরিতে। চিঠিতে তিনি লিখেছেন, "আমি ১৯৮৫ সাল থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে উপভোগ করে আসছি। আমি সিআরআইয়ের বাংলা বিভাগের ওয়েবসাইটও নিয়মিত ভিজিট করে থাকি। সিআরআই আমার কাছে চীনের গৌরবোজ্জ্বল প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, মনোমুগ্ধকর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও বৈশিষ্ট্যময় রীতিনীতি ও সমাজ জীবনের উজ্জ্বল আলোকবর্তিকা। আমি ২৭ বছর ধরে চীনের গৌরবময় গাথা, নৈসর্গিক সৌন্দর্য্য আর রহস্যময়ী সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছি এ-রেডিও অনুষ্ঠান শোনার মাধ্যমে। ২০১২ সালের মে মাসে প্রকাশ ও সুবর্ণার উপস্থাপনায় ছিংহাই তিব্বত মালভূমির রহস্যময় নৈসর্গিক সৌন্দর্য্য আমি হৃদয় দিয়ে উপভোগ করেছি। প্রকাশ ও সুবর্ণাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই....
চিয়াং. জনাব রবিশংকর বসু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা শ্রোতাবন্ধুদের সমর্থনে আরও মনোযোগ দিয়ে 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানটি তৈরীর চেষ্টা অব্যাহত রাখবো।
প্রিয় শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। অনুষ্ঠান শেষের ঘন্টা শোনা যাচ্ছে। তবে যাবার আগে আপনাদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম 'মনের শাস্ত্র'।
সুবর্ণা. এবার খুব দ্রুত জানিয়ে দিচ্ছি আজকের কুইজের প্রশ্ন: পেইচিংয়ের থানচে মন্দির কোন সালে নির্মিত হয়েছে?
চিয়াং. প্রশ্নটি আবার বলি, পেইচিংয়ের থানচে মন্দির কোন সালে নির্মিত হয়েছে?
সুবর্ণা. আমরা আপনাদের ইমেইল অপেক্ষায় রইলাম। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: ben@cri.com.cn.
চিয়াং. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। যাই চিয়ান।(সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |