Web bengali.cri.cn   
পেইচিংয়ের থানচে মন্দির
  2012-12-05 11:00:33  cri

সুবর্ণা. রাজ পরিবারের সহায়তায় থানচে মন্দিরের ব্যাপক সংস্কার হয়েছে এবং তখনই বহু সুন্দর ও পবিত্র বৌদ্ধ মূর্তি এতে নির্মিত হয়। তিব্বত থেকে পরিবহন করা শ্রেষ্ঠ বৌদ্ধ শাস্ত্রও থানচে মন্দিরে সংরক্ষিত আছে। ছিং রাজবংশের খাংশি আমলে রাজা খাংশি সন্ন্যাসী ল্যু চোং থানচে মন্দিরের মঠাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেন। মঠাধ্যক্ষ ল্যু চোং'র নেতৃত্বে থানচে মন্দিরে আরও ৩০০টিরও বেশি নতুন কক্ষ নির্মিত হয়।

চিয়াং. প্রিয় বন্ধুরা, থানচে মন্দিরের ইতিহাস শোনার পাশাপাশি একটি সুন্দর গান শুনলে কেমন হয়? গানের শিল্পী চীনের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী ইয়াং মি। তার মিষ্টি কন্ঠে এ গানটি শুনতে বেশ ভালো লাগে। আপনাদেরও ভালো লাগবে আশা করি। গানের কথা এমন: তোমাকে আমার হাতে তুলে নিই/ আন্তরিকভাবে আগড়বাতি জ্বালাই/মোমবাতির আলো নিয়ে মন্দিরের কক্ষ উজ্জ্বল করি/আমি সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে প্রার্থনা করি/আশা করি, অবশেষে তোমার চোখ আমাকে এক পলক দেখবে...

সুবর্ণা. আমার ছোটবেলা থেকেই আমি বারবার থানচে মন্দিরে বেড়াতে আসি। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও রহস্যময় মন্দির-সংস্কৃতি আমার মনে গভীর প্রভাব ফেলেছে। এ-মন্দিরের প্রধান হলের সামনে একটি আশ্চর্য্য সুন্দর দৃশ্য আছে। তা হল: সাইপ্রেস বৃক্ষ ও পারসিমন বৃক্ষের জড়াজড়ি করে বেড়ে ওঠার দৃশ্য। চীনা ভাষায় সাইপ্রেস গাছকে বলে 'বাই শু' এবং পারসিমন গাছকে বলে 'শিচি শু'। গাছ দুটির চীনা নামকে একত্র করলে একটি শুভ কামনার অর্থ উঠে আসে। আর তা হল: ভবিষ্যতে যেন সবকিছু মানুষের ইচ্ছা অনুসারে ঘটে। সম্ভবত এ-কারণেই পর্যটকরা থানচে মন্দিরে বেড়াতে আসলে ওই গাছ দুটির সাথে ছবি তুলতে ভুলে যান না।

চিয়াং. খুবই মজার ব্যাপার। আমি শুনেছি, ১৯৫০ সালে থানচে মন্দির পেইচিংয়ের সর্বপ্রথম পর্যটন এলাকাগুলোর অন্যতম হিসেবে পর্যটকদের জন্য খোলা হয় এবং ১৯৫৬ সালে পর্যটকদের মন্দিরে আসার সুবিধার্থে থানচে মন্দিরের সামনের পাহাড়-পথ পুনর্নির্মাণ করা হয়। এতে লোকজন গাড়ি চালিয়ে মন্দিরের সামনে আসতে পারেন।

সুবর্ণা. আসলে প্রাচীনকালে থানচে মন্দিরে যাওয়ার প্রধান পথ ছিল মাত্র একটি। তখন পুরনো পেইচিং শহর থেকে 'লু থান' নামক পথ রাস্তা দিয়ে মন্দিরে যেতে হতো। পাহাড়ের মধ্যে অবস্থিত আকাঁবাকাঁ এ-পথ শহরের রাস্তার মতো সমতল ছিল না। এ-জন্যে ছিং রাজবংশের ইয়োংচেং আমল থেকে প্রতিবছর রাজপ্রাসাদ বিশেষ বরাদ্দ দিয়ে এ-পুরনো রাস্তা মেরামত ও প্রশস্ত করে এবং রাস্তার কিছু কিছু এলাকায় ইট দিয়ে সাজিয়ে দেয়। ফলে তখন এ-রাস্তা রাজাদের মন্দিরে আসা-যাওয়ার পথে পরিণত হয়।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040