Web bengali.cri.cn   
উরুমুচির পুরনো রাস্তা এরতাওছিয়াও--২
  2012-11-28 19:00:24  cri

সুবর্ণা. উইগুর জাতির একজন গাইড-এর কথা বলি। তার নাম 'এছকাল'। তিনি গত ১৪ বছর ধরে ইংরেজি ভাষায় বিদেশীদের গাইড-সেবা দিয়ে আসছেন। তিনি ২০ জনেরও বেশি যুবককে নিয়ে প্রতিষ্ঠা করেছেন 'সিনচিয়াং আন্তর্জাতিক জাতীয় সংস্কৃতি পর্যটন এজেন্সি'। তাঁর দৃষ্টিতে এরতাওছিয়াও হল সিনচিয়াংয়ের জাতীয় সংস্কৃতির প্রতীক। তিনি বললেন,

চিয়াং. "আমরা বিদেশী পর্যটকদের নিয়ে এরতাওছিয়াওতে বেড়াতে আসি শুধু শপিং করার জন্য নয়, বরং এখানকার স্থাপত্য নিদর্শনগুলো দেখানোর জন্যও। চীনের অন্যান্য জায়গার চেয়ে এখানকার মুসলমানদের পুরনো এলাকার বৈশিষ্ট্য ও পরিবেশ দারুণ সুন্দর।" এছকালের পর্যটন এজেন্সি বিদেশী পর্যটকদের জন্য চীনের সি'আন ও তুহুয়াং শহর থেকে সিনচিয়াংয়ের রেশম পথে বেড়াতে আসার পর্যটন রুট ব্যবহার করে। এই রুটটি ইউরোপের পর্যটকদের ব্যাপক প্রশংসা পেয়েছে।

সুবর্ণা. প্রিয় বন্ধুরা, সিনচিয়াংয়ের রেশম পথ বা সিল্ক রুটের ইতিহাস কয়েক হাজার বছরের। এ-পথ দিয়ে প্রাচীনকালে বিদেশী ব্যবসায়ীরা চীনের রেশম, চা পাতা এবং অন্যান্য পণ্যদ্রব্য নিয়ে যেতো। এটি সিনচিয়াং-য়ের সাথে অন্যান্য দেশের বাণিজ্যিক লেনদেনের গুরুত্বপূর্ণ সেতু। প্রিয় শ্রোতা, এবার আবারো গান শোনার পালা। গানের নাম 'ফুল কেন এত লাল'।

চিয়াং. সিনচিয়াং উরুমুচির বাজারের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দীর্ঘকাল ধরে এখানে বাজারসংস্কৃতি গড়ে তোলা হয়েছে। প্রতি সপ্তাহের বাজার দিনে স্থানীয় অঞ্চলের অধিবাসীরা বাজারে বেড়াতে যায়। তারা শুধু শপিং করার জন্য বাজারে যান না, বাজার-পরিস্থিতি আঁচ করার জন্যও যান।

সুবর্ণা. অনেক পর্যটক সিনচিয়াংয়ে গিয়ে উটের সঙ্গে ছবি তোলেন। কারণ উট হল উরুমুচির প্রতীক। এর সঙ্গে ছবি না-তুললে কেমন দেখায়? নিশ্চয়ই ভালো দেখায় না। তাই আপনারা যখন এখানে বেড়াতে আসবেন, তখন উটের সঙ্গে ছবি তুলতে ভুলবেন না যেন। চলুন এবার আরেকটা গান শোনা যাক।

চিয়াং. গানের নাম 'তোমার ঘোমটা তোল'। এটা সিনচিয়াংয়ের উইগুর জাতির ছেলে-মেয়েদের বিবাহ অনুষ্ঠান সম্পর্কে মজার একটি গান। গানের কথা এমন: তোমার ঘোমটা তুলে দেখি/ তোমার চোখের ভুরু এতো সুন্দর/ তা আকাশের চাঁদের মতো...

সুবর্ণা. এরতাওছিয়াও হল উরুমুচির প্রতীক এবং শহরের নামকার্ডের মতো। দেশ বিদেশের পর্যটকরা উরুমুচিতে আসলে অবশ্যই এরতাওছিয়াওতে যেতে হবে। বর্তমানে উরুমুচি শহর উন্মুক্ত মন নিয়ে বিশ্বের পর্যটকদের স্বাগত জানায়। উরুমুচি পৌর এরতাওছিয়াও জাতীয় বাণিজ্য এলাকা আরও বড় করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ২০২০ সালে এ নতুন বাণিজ্য এলাকা খুব সম্ভব বিশ্ব বিখ্যাত শপিংকেন্দ্রে পরিণত হবে।

চিয়াং. প্রিয় বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমরা এ-সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: আন্তর্জাতিক বাজার নৃত্য গীতি দল কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?

সুবর্ণা. প্রশ্নটি আবার বলি: আন্তর্জাতিক বাজার নৃত্য গীতি দল কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?

চিয়াং. আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn.আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040