Web bengali.cri.cn   
উরুমুচির পুরনো রাস্তা এরতাওছিয়াও--২
  2012-11-28 19:00:24  cri

চিয়াং. হ্যাঁ, আপনারা এসব সুস্বাদু খাবার খাওয়ার পর থিয়েটারে বসে সুন্দর নাচ-গান উপভোগ করতে পারেন। ২০০৩ সালে 'আন্তর্জাতিক বাজার নৃত্য গীতি দল' প্রতিষ্ঠার পর, সিনচিয়াংয়ের বিভিন্ন সংখ্যালঘু জাতির নৃত্য ও বিদেশের বৈশিষ্ট্যময় নৃত্য প্রদর্শন করার জন্য নৃত্য গীতি দলের শিল্পীরা মিশর, তুরস্ক, উজবেকিস্তান, কাজাখস্তানসহ বিভিন্ন দেশের নৃত্য চর্চা করে এবং দর্শকদের সামনে নৃত্যকলা প্রদর্শন করে। প্রতিদিন থিয়েটারে দর্শক সমাগম হয় কমপক্ষে ৫০০ জন। শিল্পীদের নাচ ও গানের মাধ্যমে দর্শকরা ভালভাবে সিনচিয়াং অঞ্চল ও প্রতিবেশী দেশের রীতিনীতি বুঝতে পারেন।

সুবর্ণা. জানা গেছে, অনুষ্ঠান শেষে নৃত্য শিল্পীরা দশর্কদের নৃত্যের কলা-কৌশলও শিখিয়ে দেন এবং সবাই একসঙ্গে নাচ করেন। ব্যাপারটি বেশ মজার। আরেকটি সুখবর হল, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে তুরস্কের পণ্য বিক্রির জন্য এখানে বাণিজ্যকেন্দ্রও খোলা হয়েছে। এ-কেন্দ্রে বিক্রির জন্য সব পণ্য তুরস্ক থেকে আমদানি করা হয়। এ-সম্পর্কে তুরস্ক উইগুর বাণিজ্য পরিষদের মহাপরিচালক সাবিল বলেছেন,

চিয়াং. "সাম্প্রতিক বছরগুলোতে, চীন ও তুরস্কের মধ্যে আদান-প্রদান বেড়েছে। চীনের সিনচিয়াং অঞ্চল দ্রুত উন্নত হয়েছে, বিশেষ করে এরতাওছিয়াও বাজারে বার্ষিক গড় পর্যটকের সংখ্যা ২ কোটি। এ-জন্যে এখানকার বাণিজ্যিক পরিবেশ খুবই ভালো। আমরা আশা করি, এ জানালার মাধ্যমে তুরস্কের পণ্যদ্রব্য চীনের বাজারে প্রবেশ অব্যাহত থাকবে।"

সুবর্ণা. সাম্প্রতিককালে চীনের মধ্যাঞ্চলের সিনচিয়াংয়ের অনেক লেখাপড়া জানা যুবক স্নাতক হওয়ার পর উরুমুচিতে ফিরে এসেছেন। তারা মনে করেন, এরতাওছিয়াওয়ের পরিবেশ খুবই ভালো। তারা তাদের জন্মস্থানের খাবার ও বহুমুখী সংস্কৃতি খুবই পছন্দ করেন। এখানে আপনারা মধ্য-এশিয়ার খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি নানা স্টাইলের বিদেশি সংগীতও শুনতে পারেন। সংগীতের প্রসঙ্গ আসতেই মনে পড়ে গেল, এবার গান শোনার পালা। আসুন শুনি সিনচিয়াংয়ের আরেকটি সুন্দর গান। গানের নাম 'দূর দূরান্তে এক জায়গা'।

চিয়াং. এ-গানটি বহু বছর ধরে সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত আছে। গানের কথা অনেকটি এমন: দূর-দূরান্তের এক জায়গায় একজন সুন্দরী আছে/ লোকজন তার তাঁবুর সামনে দিয়ে যায়/ ভালোবাসার দৃষ্টিতে বারবার ফিরে দেখে/ তার গোলাপী রঙয়ের মিষ্টি চেহারা লাল সূর্যের মতো/ তার সুন্দর ঝলমলে চোখ রাতের উজ্জ্বল চাঁদের মতো/ আমি তার সঙ্গে তৃণভূমিতে থাকতে চাই/ প্রতিদিন তার সুন্দর গোলাপী রঙয়ের চেহারা ও সুন্দর সোনালী কাপড় দেখতে চাই...


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040