|
প্রকাশ. আমি শুনেছি, আলিশান আদিম বনে কয়েক হাজার বছরের পুরাতন ঐতিহাসিক পবিত্র গাছ আছে। এটা কি সত্যি? তুমি কি সে-গাছ দেখেছ?
সুবর্ণা. হ্যাঁ, তা সত্যি কথা। আমরা নিবিড় বনে নানা আকারের গাছ দেখেছি। সবচে বয়স্ক গাছের ইতিহাস ২০০০ বছরেরও পুরনো। তা ছাড়া, হৃদয় আকারের গাছের শাখাও দেখা যায়। এ-গাছ হচ্ছে মিষ্টি প্রেমের প্রতীক। অনেক পর্যটক এ-গাছের সঙ্গে ছবি তোলেন।
প্রকাশ. তা তো খুবই মজার ব্যাপার। আচ্ছা, আলিশানের সুন্দর দৃশ্যের সাথে পরিচিত হবার পর এখন একটা মিষ্টি গান শুনলে কেমন হয়? গানের নাম 'আলিশানের মেয়ে'। এটা স্থানীয় অঞ্চলের কাওশান জাতির লোকসংগীত।
সুবর্ণা. আলিশান ছাড়া তাইওয়ানের রিইউয়েথানের দৃশ্যের সৌন্দর্যও বিশ্বখ্যাত। রিইউয়েথান হল দুটি হ্রদের নাম। চীনাভাষায় রি'র অর্থ 'সুর্য্য' এবং ইউয়ে'র অর্থ 'চাঁদ'। এ-দুটি হ্রদের আকার সুর্য্য ও চাঁদের মতো; এ-কারণে এর নাম রিইউয়েথান। আমাদের গাইড শাও জাতির --বলেছেন,
প্রকাশ. রিইউয়েথান হচ্ছে তাইওয়ান প্রদেশের বৃহত্তম হ্রদ; এখানকার প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর। রি থান ও ইউয়ে থানের মাঝখানে তাইওয়ানের আদিম শাও জাতির পবিত্র স্থান লালু দ্বীপ। এ দ্বীপের উত্তরাঞ্চলের হ্রদ হল রি থান এবং দক্ষিণাঞ্চলের হ্রদ হল ইউয়ে থান।
সুবর্ণা. আমরা নৌকায় বসে রিথাও পরিদর্শন করেছি। ইউয়ে থানে একটি জলাধার থাকায় পর্যটকদের জন্য খোলা হয়নি। রিথান হ্রদে পরিদর্শনের সময় আমরা কাছাকাছি একটি ছোট দ্বীপে নেমেছি। সেখানে প্রাচীনকালের চীনের থাং রাজবংশের পরিব্রাজক হিউয়েন সাংকে স্মরণ করার জন্য একটি মন্দির আছে। মন্দিরের নিচে একটি দোকান আছে যেখানে চা পাতায় সেদ্ধ ডিম পাওয়া যায়। এ-ডিম খুবই সুস্বাদু। স্থানীয় অঞ্চলের শাও জাতির লোকসংখ্যা ভূমিকম্পের কারণে অনেক কমে গেছে। এদের সংখ্যা মাত্র কয়েক শত। যদি আপনি শাও জাতির মেয়েকে বিয়ে করেন এবং আপনাদের সন্তান হয়, তবে স্থানীয় সরকার আপনাকে ভাতা দেবে।
প্রকাশ. উদ্যোগটি ভালো। দ্রুত কমতে থাকা এ-জাতির লোকসংখ্যা বাড়াতে এটি ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আচ্ছা, তাইওয়ান প্রদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে তোমাকে অবশ্যই কেনতিং যেতে হবে। কী বলো?
সুবর্ণা. হ্যাঁ, সেটি আমার সবচে প্রিয় দর্শনীয় স্থানের অন্যতম। এখানকার সমুদ্রের পানি অতি পরিস্কার। নীল আকাশ, সাদা মেঘ ও সবুজ পাহাড় মিলে দারুণ সুন্দর লাগে। স্থানীয় লোকদের বাসায় পর্যটকদের থাকার ব্যবস্থা আছে। স্থানীয়রা সুন্দর রঙ দিয়ে নিজেদের বাড়িঘর সাজায়। পর্যটকরা কেনতিংতে বেড়াতে এসে পারিবারিক পরিবেশে আরামদায়ক ও আনন্দদায়ক সময় কাটান।
প্রকাশ. এবার আমি শ্রোতাবন্ধুদের জন্য কেনতিং সম্পর্কিত একটি গান প্রচার করতে চাই। গানের নাম 'সমুদ্রের সীমানার দক্ষিণাঞ্চল'।
সুবর্ণা. প্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের জন্য এ-সপ্তাহের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে: তাইপেই শহরের '১০১ ভবন' বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর মধ্যে কততম স্থানে আছে?
প্রকাশ. প্রশ্ন আবার করি,তাইপেই শহরের ১০১ ভবন বিশ্বের উঁচু ভবনে কত স্থানে?
সুবর্ণা. আমাদের ইমেল ঠিকানা ben@cri.com.cn. আমরা আপনাদের চিঠি অপেক্ষা করছি।
প্রকাশ. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন। (সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |