Web bengali.cri.cn   
তাইওয়ান প্রদেশের দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য
  2012-10-24 16:19:01  cri
প্রকাশ. গত সপ্তাহে সময়স্বল্পতার কারণে আমরা তাইপেই শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্মের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারিনি। এটি হচ্ছে '১০১ ভবন' যা 'তাইপেই আন্তর্জাতিক অর্থ কেন্দ্র' নামেও পরিচিত। ভবনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। তুমি কি এ-ভবনে প্রবেশ করেছ? শ্রোতাবন্ধুদের জন্য কিছু বলবে?

সুবর্ণা. হ্যাঁ, ১০১ ভবন হচ্ছে তাইপেই শহরের প্রতীক। তাইপেই শহরের যে কোনো স্থান থেকে এ ভবনটি দেখা যায়। এ ভবনের আকার বাঁশের মতো, ২০১০ সালে দুবাইয়ে বিশ্বের সবচে উঁচু ভবন নির্মাণের পর, ১০১ ভবন বিশ্বের দ্বিতীয় উঁচু ভবনে পরিণত হয়। এবার যাওয়ার সময় আমি অনেক দূর থেকে ১০১ ভবন দেখেছিলাম এবং চীনা বিপ্লবী সুন ইয়াত সান স্মৃতি জাদুঘর পরিদর্শন করার সময় ১০১ ভবন আমার খুব কাছেই দাঁড়িয়ে ছিল। তবে সময়ের কারণে আমি এর ভেতরে প্রবেশ করতে পারিনি; শুধু দূর থেকে এর ছবি তুলেছি। তবে আগামীবার তাইপেই ভ্রমণে গেলে অবশ্যই এ-ভবনের সর্বোচ্চ তলায় আরোহণ করবো।

প্রকাশ. আমি শুনেছি ১০১ ভবনের লিফ্টের গতি সবচেয়ে দ্রুত। প্রথম তলা থেকে ৮৯ তলার দৃশ্য-পর্যবেক্ষণ ফ্ল্যাট পর্যন্ত যেতে মাত্র ৩৯ সেকেন্ড লাগে এবং ৫ তলা থেকে ৮৯ তলায় যেতে মাত্র ৩৭ সেকেন্ড লাগে। পর্যটকরা সাধারণত ৫ তলা থেকে টিকিট কেনার পর ১০১ ভবনটি পরিদর্শন করতে পারেন। টিকিটের দাম ৪০০ তাইওয়ান ইউয়ান যা প্রায় ৮০ রেনমিনপির সমমূল্যের। যদি কেউ ৮৯ তলায় পৌঁছার পর, ৯১ তলার সবচেয়ে উঁচু দৃশ্য-পর্যবেক্ষণ প্লাটফর্মের যেতে চায়, তাহলে তাকে আরও ২০ রেনমিনপি গুনতে হবে। টিকিট কিনলেই পাওয়া যায় একটি অডিও গাইড মেশিন। এর মাধ্যমে নানা ভাষায় ১০১ ভবনের বিস্তারিত তথ্য জানা যায়।

সুবর্ণা. আচ্ছা, বন্ধুরা তাইপেই ১০১ ভবনের তথ্য জানার পর এখন আপনাদের জন্য একটি গান প্রচার করবো। গানের নাম 'অপরিচিত বিশ্ব'। গানের গায়ক তাইওয়ান প্রদেশের বিখ্যাত শিল্পী ছি ছিন। তিনি অনেক সুন্দর গান রচনা করেছিলেন এবং তাঁর কন্ঠও বেশ সুন্দর।

প্রকাশ. গানের কথা এমন: অনেক অনেক দিন আগে তুমি আমার এবং আমি তোমার/ অনেক অনেক দিন আগে, তুমি আমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলে/ অপরিচিত বিশ্ব চমত্কার ও অভাবনীয়/ যদি তুমি মনে করো অপরিচিত বিশ্ব তোমার জন্য চমত্কার/ তাহলে আমি পুরনো স্থানে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো...

সুবর্ণা. আচ্ছা, বন্ধুরা, সুন্দর গানটি শোনার পর এখন আপনাদের নিয়ে কাওসিয়োং শহরের সিজিওয়ান উপসাগরে নিয়ে যাবো। কাওসিয়োং শহর হল তাইওয়ান প্রদেশের একটি বন্দর। কয়েক শত বছর আগে এ-শহরের বন্দরব্যবসা অতি সমৃদ্ধ ছিল। তবে উপকূলীয় এলাকার পলিমাটির কারণে কাওসিয়োং বন্দর বন্ধ হয়ে গেছে এবং শহরও আর আগের মতো সমৃদ্ধ নয়। সিজিওয়ান উপসাগরের সূর্যাস্ত দৃশ্য ও প্রাকৃতিক পাথরের দৃশ্য দারুণ সুন্দর। সিজিওয়ানের পেছনের পাহাড়ে একটি মাজু মন্দির আছে। সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা কামনা করার জন্য লোকজন এ-মন্দিরে মাজু দেবীর কাছে প্রার্থনা করে।

প্রকাশ. এখন আমরা আরেকটি সুন্দর গান শুনবো। গানের নাম 'ইউরেন বন্দর'। গায়ক তাইওয়ান প্রদেশের বিখ্যাত শিল্পী ছি ছিন ও সিয়োং থিয়ান পিং। চলুন গানটি শোনা যাক।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040