Web bengali.cri.cn   
তাইওয়ান প্রদেশের দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য
  2012-10-24 16:19:01  cri

সুবর্ণা. প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন তাইওয়ান প্রদেশের আরও কিছু সুন্দর ও দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। তাইওয়ান প্রদেশ একটি দ্বীপ। এ দ্বীপের অর্ধেকই পাহাড়। এ-প্রদেশে হান জাতি ছাড়া, কয়েক ডজন সংখ্যালঘু জাতি আছে। সংখ্যালঘু জাতিগুলো এখানে 'কাওশান জাতি' বলে ডাকা হয়। চীনাভাষায় 'কাওশান' অর্থ 'উঁচু পাহাড়'। আমাদের পর্যটন দলের গাইড লিউ চিয়ান হুয়া বললেন,

প্রকাশ "অনেক পর্যটক আমাকে জিজ্ঞেস করেন, আলি পাহাড়ের উচ্চতা কত? আসলে আলি পাহাড় শুধু একটা পাহাড় নয়, একটি পর্বতমালার নাম। প্রচলিত কাহিনী অনুযায়ী, কাওশান জাতির এক সাহসী ছেলের নাম ছিল আলি। ছেলেটির নামানুসারেই এই পর্বতমালাকে ডাকা হয় 'আলিশান' বলে।"

সুবর্ণা. জানা গেছে, এ-পর্বতমালার সবচেয়ে উঁচু স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত। আমরা গাড়ীতে করে আলিশান পর্বতমালায় আরোহণ করার সময় যাওয়া ও আসার পথে মোট ৭৫০টিরও বেশি মোড় অতিক্রম করেছি।

প্রকাশ. আমি শুনেছি আলিশানে একটা রেলপথ আছে, যেটি সবচে উঁচু পাহাড়ে নির্মিত বিশ্বের তিনটি রেলপথের অন্যতম। এ রেলপথ কেমন লাগে?

সুবর্ণা. আমি আলিশান পর্বতমালায় আরোহণ করার পর ঘন বনে এ-রেলপথ দেখেছি। কয়েক বছর আগে পর্যটকরা এই রেলপথ ব্যবহার করেই আলিশানের আরোহণ করতেন। তবে কয়েকবার ট্রেন দুর্ঘটনা ঘটার পর, এখন সব পর্যটককে গাড়ীতে করেই শুধু আলিশানে আরোহণ করতে হয়। শুনেছি এ-ট্রেনে বসে আলিশান আরোহণ করতে মোট ৪৯টি সুরঙ্গ ও ৭৭টি সেতু অতিক্রম করতে হতো। সেসময় ট্রেনে ফেরার পথে আলিশান বন ও পাহাড়ের দারুণ সুন্দর দৃশ্যও উপভোগ করা যেত।

প্রকাশ. তবে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলিশান পর্বতমালা পরিদর্শন করার পর মনের অনুভূতি কেমন হয়?

সুবর্ণা. দারুণ, সত্যিই দারুন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের গাইড বলেছেন, 'আপনি ১০ বার আলিশানে আরোহণ করলে, ৯ বারই বৃষ্টি পাবেন।' তবে যেদিন আমরা আলিশানে আরোহণ করি, সেদিন আবহাওয়া চমত্কার ছিল। আমরা উঁচু পাহাড়ে মেঘের সমুদ্র দেখেছি। সবুজ গাছ, নীল আকাশ এবং সাদা মেঘ একসাথে মিশে স্বর্গীয় দৃশ্যের অবতারণা করেছিল। আমার মনে সে-দৃশ্য গভীর ছাপ ফেলে গেছে।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040