|
প্রবীণ এই দম্পতির কথা ভাবতে গিয়ে হুয়াং সিও সিয়েনের মনে পড়লো, তিনি তার সাবেক ছেলেবন্ধুর সঙ্গে প্রেমের সময়টাতে বেশ অস্থিরচিত্ত ছিলেন। সমস্যা হলে শুধু অভিযোগ করতেন, বন্ধুর বক্তব্য খুব কমই শুনতেন; সবসময় একটা মারমুখী ভাব নিয়ে থাকতেন।
ছবিটির শেষাংশে হুয়াং সিও সিয়েন আবিষ্কার করেন, যে-লোকটি চুপচাপ তার পাশে থেকে তার ভালোমন্দের দিকে খেয়াল রাখে, সে হচ্ছে ওয়াং ই ইয়াং।
আগেই বলেছি, চলচ্চিত্রটি ইন্টারনেটের খুব জনপ্রিয় একটি উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে। উপন্যাসের লেখক পাও চিং চিং ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা একজন তরুণী। তাঁর লেখার স্টাইল সাবলিল ও রসাত্মক।
গত বছরের ৮ নভেম্বর ছবিটি মুক্তি পাবার পর মাত্র ৪ দিনে এর টিকিট বিক্রির পরিমাণ দশ কোটি ছাড়িয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় যে, চীনের দর্শকরা বাস্তবধর্মী দেশীয় চলচ্চিত্র পছন্দ করছেন। চীনে যারা ভালো চলচ্চিত্র তৈরী করছেন, তাদের জন্য এটি একটি ইতিবাচক সংকেত।
প্রিয় শ্রোতা, আজকের আলোছায়া অনুষ্ঠান শেষ করার আগে চলুন না 'love is not blind' ছবিটির থিম গানটি শুনে নিই। গানটির নাম 'প্রেমের গান'।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' এখানেই শেষ করবো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোনো অনুভূতি হলে, তা-ও আমাদের জানাতে পারেন। আমার ই মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে, একই সময়ে আবার কথা হবে।
চেইচিয়ান। (লাবণ্য/আলিম)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |