|
সাবেক ছেলেবন্ধুর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকেই, হুয়াং সিও সিয়েনের মানসিক ও শারীরিক অবস্থা খুব ভালো যাচ্ছিল না। একবার মক্কেলদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওয়াং ই ইয়াং তাকে বাড়িতে নিয়ে যান এবং তাঁর জন্য ডিনার প্রস্তুত করেন। সেসময় হুয়াং সিও সিয়েন হঠাত্ করেই আবিষ্কার করেন যে, তাঁর সহকর্মী ওয়াং ই ইয়াং খুব একটা বিরক্তিকর নন।
পরে, ওয়াং ই ইয়াংয়ের অনুরোধে হুয়াং সিও সিয়েন একটি পার্টিতে যোগ দেন। সেখানে তার সকল সহকর্মী অংশ নেয়। পার্টিতে হুয়াং সিও সিয়েন উপলব্ধি করলেন, তাঁর সহকর্মীরা খুব চমত্কার, যা তিনি আগে জানতেন না। তিনি আরো উপলব্ধি করলেন, প্রেমে পড়া ছাড়াও জীবনে করার মতো অনেক কাজ আছে।
একদিন বস ওয়াং সাহেব হুয়াং সিও সিয়েনকে একটি দায়িত্ব দেন। তা হলো, এক দম্পতির পঞ্চাশতম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। হুয়াং সিও সিয়েন যখন জানলেন যে, পঞ্চাশ বছর ধরে তারা পরস্পরকে ভালোবেসে চলেছন, তখন তাদের প্রতি তার শ্রদ্ধাবোধ জাগলো। কিন্তু ভদ্রমহিলা জানালেন, তাদের দীর্ঘ দাম্পত্যজীবনে তারা অনেক ঝগড়াও করেছেন। তিনি হুয়াং সিও সিয়েনকে বললেন, "একটা নতুন ফ্রিজ কেনার পর এর কার্যত আয়ু হচ্ছে তিন বছর। এটি ফ্রিজের গায়ে উল্লেখ থাকে। কিন্তু একজন পুরুষের গায়ে তেমন কিছু লেখা থাকে না। সমস্যা দেখা দিলে সম্পর্কটাকে একটু ঝালিয়ে নাও, মেরামত করে নাও। তাতে সব ঠিক হয়ে যাবে। তাই নয় কি?" ভদ্রমহিলা পঞ্চাশতম বিবাহবার্ষিকী পালন পর্যন্ত অপেক্ষা করলেন না; তিনি মৃত্যুবরণ করলেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |