Web bengali.cri.cn   
love is not blind
  2012-09-20 17:00:08  cri

খাওয়ার সময় বস ওয়াং সাহেব পিতার মতো মমতা নিয়ে হুয়াং সিও সিয়েনের মন ভালো করার চেষ্টা করলেন। খাওয়া শেষে বস তাকে একটি সেলো উপহার দিয়ে বললেন: "এটা নাও। আমার মেয়ে এটা বাজাতো। অপেশাদার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে সেলো বাজানো শিখবে। এর মাধ্যমে তোমার মনোযোগ অন্যদিকে চলে যাবে। একটা পুরানো কথা প্রচলিত আছে, সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যায়।"

ধীরে ধীরে হুয়াং সিও সিয়ান আবিষ্কার করলেন যে, তিনি এখন এমন অনেক নতুন বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারছেন যেগুলো আগে উপেক্ষা করতেন।

অফিসে হুয়াং সিও সিয়েনের একজন সহকর্মী আছেন। তাঁর নাম ওয়াং ই ইয়াং। তারা একসঙ্গে কাজ করেন। কিন্তু হুয়াং সিও সিয়েন পছন্দ করেন না। কারণ তিনি মনে করতেন, ওয়াং ই ইয়াং-এর চেহারা খানিকটা মেয়েলি ধাঁচের।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040