Web bengali.cri.cn   
হাংচৌ: শহরতো নয়, যেন স্বর্গ
  2012-09-19 11:05:55  cri

ক. গানতো শোনা হলো। এবার লোংচিং চা ও হুপাও ঝরনার কথা। হুপাও ঝরনা হাংচৌ শহরের বিখ্যাত ঝরনাগুলো অন্যতম। এর পানি খেতে মিষ্টি। এ-পানি দিয়ে তৈরী চা খেতে খুবই মজা।

খ. হাংচৌ শহরে বেড়ানোর সময় আমিও হুপাও ঝরনা দেখেছি। তখন বসন্তকালের ছিংমিং উত্সবের সময়। লোংচিং পাতা মাত্র চা বাগান থেকে তুলে আনা হয়েছে। আমরা হুপাও ঝরনার কাছে লোংচিং পাহাড়ের নিচে এক গ্রামে গেছি। গ্রামটি লোংচিং চা চাষের জন্য বিখ্যাত। গ্রামের যে-কারোর বাসায় গিয়ে আপনি লোংচিং চা খেতে পারেন। চা খেতে সেখানে টাকা লাগে না। অবশ্য ফ্রি চা পান করার পর যদি আপনি বেশি করে চা পাতা কিনতে চান, তবে পাবেন উন্নতমানের লোংচিং চা।

ক. লোংচিং চায়ের পাতা সবুজ রঙয়ের; ঝরনার পানিতে সেদ্ধ করার পর তা আরও সবুজ হয়ে যায়। এ চায়ের পাতা অনেক হালকা। এগুলো ঝরনার পানিতে ভেসে থাকতে পারে। চায়ের পাতা যত সবুজ ও ছোট, তা ততো দামী। ছিংমিং উত্সবের আগে তুলে আনা লোংচিং চায়ের এক কেজির দাম পড়বে ৪০০০ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যা হবে প্রায় ৫৫ হাজার টাকা।

খ. হ্যাঁ, এ-কারণে চীনারা লোংচিং চা শ্রেষ্ঠ উপহার হিসেবে সবচেয়ে প্রিয় বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। এভাবেই তারা পরস্পরের কাছে আবেগ প্রকাশ করে। লোংচিং চা ও হুপাও ঝরনার তথ্য জানার পর এখন আমরা শ্রোতাবন্ধুদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম 'সিহু হ্রদ'। হাংচৌয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানের অন্যতম হচ্ছে সিহু হ্রদ।

ক. সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠানও শেষ পর্যায়ে। তবে, শেষ করবার আগে, আমাদের এক শ্রোতাবন্ধুর চিঠি। ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, ডাকঘর—হরিপুর, থানা—চাটমোহর, জেলা--পাবনা, বাংলাদেশ। তিনি লিখেছেন, 'সুপ্রিয় বন্ধু প্রকাশ, সুবর্না ও শান্তা

আপনাদের উপস্থাপনা আমাদের হ্নদয় ছুয়ে যায় ।সত্যি বলতে কি, সিআরআইকে নিয়ে আমরা গর্ব করি । সিআরআই-এর বৈচিত্র্যময় অনুস্ঠানমালা আমরা পছন্দ করি ভীষণরকম । সিআরআই-এর সাথে আমাদের বন্ধুত্ব আজকের নয়, অনেক দিনের । ভবিষ্যত দিনগুলিতে সিআরআই-এর সান্যিধ্যে থাকতে চাই । সুযোগ পেলে চীনে বেড়াতে যাব--এই আশা ব্যাক্ত করে ইতি টানছি ।

খ. ডা. এস এম এ হান্নান, সুযোগ পেলে অবশ্যই আপনি চীনে বেড়াতে আসবেন। আমরা আপনাকে চীনে স্বাগত জানাবো।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের জন্য এ-সপ্তাহের কুইহ প্রতিযোগিতার প্রশ্নটি জানিয়ে দিচ্ছি: প্রশ্নটি হচ্ছে—এক কেজি লোংচিং চা পাতার দাম কত? ক. প্রশ্নটি আবারো বলছি: এক কেজি লোংচিং চা পাতার দাম কত?

খ. আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের ইমেল ঠিকানা ben@cri.com.cn। (সুবর্না/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040