Web bengali.cri.cn   
সাফল্যের সঙ্গে শেষ হলো দেশ টিভির চীনা ভাষা শিক্ষা কোর্স
  2011-06-29 12:44:10  cri

'বাংলায় চীনা ভাষা শিক্ষা' কোর্স বিষয়ে দেশ টিভির দূরপাঠে সম্প্রচারিত সরাসরি অনুষ্ঠানে কোর্সের প্রশিক্ষক সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের, ও উপস্থাপক উম্মে ওয়ারা মিশু -ছবি: দেশ টিভির সৌজন্যে।

বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টিভিতে 'বাংলায় চীনা ভাষা শিক্ষা' বিষয়ক বিশেষ কোর্স সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। দেশ টিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান দূরপাঠে গত ২৬ মে শুরু হয় বিশেষ এ কোর্সটি, শেষ হয় ২৩ জুন।

প্রায় একমাস ধরে চলা এ কোর্সে ক্লাস হয়েছে মোট ২০টি। দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান দূরপাঠ-এ শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হয় এ কোর্স। ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা টেলিফোনে সরাসরি অংশ নেন।

বিশেষ এ কোর্সে চীনে লেখাপড়া, ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষার প্রাথমিক পাঠ ও চীনা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দুই প্রশিক্ষক সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা, কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের-ছবি: দেশ টিভির সৌজন্যে।

ব্যতিক্রমধর্মী এ কোর্সটি ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। বিপুল সংখ্যক চীনা ভাষা শিক্ষার্থী ও দর্শক উপভোগ করেন সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানটি। চীনের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে অনুষ্ঠানটি। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ইন্টারনেটে উপভোগ করে অনুষ্ঠানটি। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে এটিই এ জাতীয় প্রথম অনুষ্ঠান।

প্রতিদিন ক্লাস শেষে দর্শকদের জন্য ছিল ক্যুইজ। ঘোষণা অনুযায়ী কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ ক্লাসরুমে তিনমাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ভাগ্যবান দর্শকরা হলেন, তাসলিমা আক্তার লিমা, জাহরা রিজওয়ানা ও ইমরুল।

কোর্সের প্রশিক্ষক হিসেবে ছিলেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের।

দূরপাঠ অনুষ্ঠানের উপস্থাপক শারমিন হুদা লিজা-ছবি: দেশ টিভির সৌজন্যে

চীনা ভাষা শিক্ষা কোর্স সম্পর্কে দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ জাতীয় অনুষ্ঠান করতে পেরে তারা আনন্দিত। এ অনুষ্ঠান দর্শক মহলে দেশটিভির সুনাম বৃদ্ধি করেছে এবং এর মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে ভাষা ও সংস্কৃতির বিকাশে পথ প্রশস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

দূরপাঠ অনুষ্ঠানের আরেক উপস্থাপক উম্মে ওয়ারা মিশু-ছবি: দেশ টিভির সৌজন্যে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040