Web bengali.cri.cn   
দেশ টিভিতে চীনা ভাষা শিক্ষা কোর্স শুরু
  2011-05-26 17:56:46  cri
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টিভিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, 'বাংলায় চীনা ভাষা শিক্ষা' বিষয়ক বিশেষ কোর্স। কোর্সের প্রশিক্ষক হিসেবে রয়েছেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের।

দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান দূরপাঠ-এ শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হবে এ কোর্স। বিকেল সাড়ে চারটা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠান চলবে আগামী ২০ দিন। দর্শক-শ্রোতারা টেলিফোনে অংশ নিতে পারেন এ কোর্সে।

বিশেষ এ কোর্সে চীনে লেখাপড়া, ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষার প্রাথমিক পাঠ ও চীনা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে।

প্রতিদিন ক্লাস শেষে দর্শকদের জন্য একটি ক্যুইজ থাকবে। কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ ক্লাসরুমে তিনমাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

----মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040