|
লিয়াং শান বো ও চু ইং থাই দু'জনে ছিলেন সহপাঠী । পড়াশুনা চলাকালেই তাদের মধ্যে গভীর প্রেম জমে উঠে । শিক্ষার কোর্স শেষে লিয়াং শান বো চু ইং থাই-এর বাবার কাছে তার মেয়েকে বিয়ে করার আবেদন জানান । মেয়ের বাবা তার আবেদন প্রত্যাখ্যান করেন । এতে ছেলে মর্মাহত হন ।
তিনি মনের দুঃখে মারা যান । ছেলের মৃত্যুর পর মেয়ের মনও খুব খারাপ হয়ে যায় । তিনি প্রেমিকের সমাধিস্থলে গিয়ে ভালবাসার স্মৃতি ধারন ও দারুণ বেদনায় মারা যান । ফলে দু'জনই দু'টো প্রজাপতিতে পরিণত হন ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |