
আজ এ প্রতিবেদনে ' লিয়াং শান বো ও চু ইং থাই' নামের চীনের প্রাচীনকালের একটি প্রেমের কাহিনী সম্পর্কে আপনাদের কিছু বলবো । চীনে প্রাচীনকাল থেকেই এ কাহিনী খুব জনপ্রিয় হয়ে আছে । লিয়াং শান বো নামের এক ছেলে ও চু ইং থাই নামের এক মেয়ে এ দুজন দুজনকে ভালবাসেন । কিন্তু মেয়ের বাবা ও সামন্ততান্ত্রিক ব্যবস্থার নির্মম হস্তক্ষেপে দু'জনকে আলাদা হয়ে যেতে হয় । অবশেষে দু'জনে মৃত্যু পর দু'টো প্রজাপতিতে পরিণত হন । এর পর দু'টো প্রজাপতি স্বাছন্দ্যে যেখানে সেখানে উড়তে থাকে ।

' লিয়াং শান বো ও চু ইং থাই'-এর প্রেমের কাহিনীকে প্রাচ্যের 'রোমিও ও জুলিয়েট' বলেও আখ্যায়িত করা হয় । এ দু'টো প্রেমের ঘটনাই বিয়োগান্ত ।
1 2 3 4