Web bengali.cri.cn   
কুইচৌ প্রদেশের দৃশ্য উপভোগ করা
  2012-01-17 15:51:13  cri

ওয়ানফেংলিন এলাকার পাহাড়ের বৈশিষ্ট্য হল তার প্রত্যেক পাহাড় আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে আছে। তবে আকাশ থেকে নিচে দেখে পাহাড়গুলোর আকার একটি তাঁবুর মতো মনে হয়। চীনাভাষায় ওয়ানের অর্থ হল কয়েক দশক হাজার, ফেং'র অর্থ হল পাহাড়। এ নামের কারন হলো ওয়ানফেংলিন এলাকা হাজার হাজার পাহাড় নিয়ে গঠিত এক অঞ্চল।

ওয়ানফেংলিন এলাকার ভিতরে নাহুই নামে একটি গ্রাম আছে। স্থানীয় অঞ্চলের পর্যটন উন্নয়ন কমিটির সাহায্যে এ গ্রামের দৃশ্যের পুরোপুরি পরিবর্তন করা হয়েছে, বু ই জাতির বৈশিষ্ট্যসম্পন্ন ও স্থানীয় সংস্কৃতিকে প্রতিফলিত করার জন্য গ্রামের হোস্টেলকে বৃষ্টিস্নাত বাঁশের কুঁড়ির মতো করে নির্মান করা হয়েছে। এসব হোস্টেলে বিনা পয়সায় গাড়ি পার্কিং, কম্পিউটার, টেলিভিশন ও এসি ব্যবহার করা যায়। তা পর্যটকদের জন্য সুবিধা দেয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় অঞ্চলের লোকদের জন্য আকর্ষণীয় আর্থিক আয়ের পথ গড়ে তুলেছে।

ভোরবেলায় হোস্টেলের চেয়ারে বসে বসে কুয়াশাচ্ছন্ন ওয়ানফেংলিন পাহাড়, সোনালী রঙয়ের ধান ও কৃষিক্ষেতে পরিশ্রমী গ্রামবাসীদের ছায়া দেখে খুবই আরামদায়ক লাগে। নতুন সাজানো বু ই জাতির বাসভবন ও পাহাড়ের দৃশ্য মিলেমিশে বিভিন্ন পক্ষের পর্যটকদের আকর্ষণ করে। পর্যটক লু শিং ইয়ান চীনের জাতীয় দিবসের সাত দিন ছুটিতে এখানে হাল্কা ও আরামদায়ক কিছু সময় কাটিয়েছিলেন। তিনি বলেন, "এখানে বসবাস করা মানে সুন্দর দৃশ্যের মধ্যে বসবাস করা। দরজা খুললে বাইরের সুন্দর দৃশ্য দেখতে পারি।"

বু ই জাতি ও মিয়াও জাতির স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে কুইচৌ প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের বু ই জাতি ও মিয়াও জাতির সংস্কৃতি সুদীর্ঘকালের। দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, , বু ই জাতির মানুষের প্রাণঢালা অতিথেয়তা ও অনুরাগ, সাংস্কৃতিক-সম্পদ সমৃদ্ধ কুইচৌ প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলে বেড়ানো,সুন্দর পাহাড় ও নদীর দৃশ্য খুবই আকর্ষণীয় ।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040