Web bengali.cri.cn   
কুইচৌ প্রদেশের দৃশ্য উপভোগ করা
  2012-01-17 15:51:13  cri
পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। সেখানে চীনের সংখ্যালঘু জাতির অনেক লোকরা বসবাস করেন। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে কুইচৌ প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিংই জেলায় বেড়াতে যাবো এবং সেখানকার সুন্দর দৃশ্য উপভোগ করবো।

কুইচৌ প্রদেশের সিং ই জেলায় অবস্থিত ওয়ানফেং হ্রদের হোংছুন বন্দর একটি পরিচ্ছন্ন হ্রদ ও নিবিড় বনের এলাকা। চেচিয়াং প্রদেশ থেকে আসা পর্যটক সু রুই ও তাঁর বন্ধুরা পাহাড়ের রাস্তা অনুসরণ হ্রদের পাশে নেমে নৌকায় বসেছেন এবং সুন্দর দৃশ্যের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেছেন। তিনি বলেন, "ভিন্ন রকমের সাংস্কৃতিক-সম্পদে সমৃদ্ধ এলাকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাই। এখানকার দৃশ্য অতি সুন্দর, দারুণ সুন্দর, আমার আশ্চর্য লাগে।"

কুইচৌ প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। ১৬ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনে ১০০টিরও বেশি প্রাকৃতিক দৃশ্য,সাংস্কৃতিক-সম্পদ সমৃদ্ধ এলাকা এবং ইতিহাসিক পুরাকীর্তি সবই দেখা যায়। এর মধ্যে মালিংহো নদীর গিরিখাত, ওয়ানফেংলিন বন এবং ওয়ানফেং হ্রদ অতি জনপ্রিয়।

ওয়ানফেংলিন হল চীনের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা মালিংহো গিরিখাত—ওয়ানফেং হ্রদ এলাকা এবং 'সিংই জাতীয় ভুতাত্বিক পার্কের' কেন্দ্রীয় অঞ্চল। তা সিংই শহরের দক্ষিণপূর্বাঞ্চলের হাজার হাজার পাহাড় নিয়ে গঠিত। সেখানকার পাহাড়ের দৃশ্য খুবই মনকাড়া। বিশেষজ্ঞ ও পর্যটকরা এ দৃশ্যকে 'বিশ্বের আশ্চর্য দৃশ্য' বলে ডাকে।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040