|
লিন ইয়া হলেন তাইওয়ান সুখী সম্প্রচার নেটওয়ার্কের উপস্থাপক। তিনি মূলত পর্যটন অনুষ্ঠান উপস্থাপন করেন। বেতারের মাধ্যমে তিনি গত কয়েক বছরে তাইওয়ানের শ্রোতাদের সামনে চীনের মূলভূভাগের ১০টিরও বেশি প্রদেশের দৃশ্য উপস্থাপন করেছেন। চীনের মূলভূভাগ সম্পর্কে কিছুই জানেন না - এমন মানুষ থেকে শুরু করে সবই জানেন – এমন মানুষ পর্যন্ত সবাই চীনের বিভিন্ন অঞ্চলের দৃশ্য অতি পছন্দ করেন।
'আমার সবচেয়ে প্রিয় স্থান হলো কুলাংইউ। আসলে গতবার আমি গিয়েছিলাম এবং এক সপ্তাহ অবস্থান করেছিলাম। তাছাড়া, সিনচিয়াং ও ইউয়ুন্নান আমিও যেতে চাই।'
বর্তমানে লিন ইয়া চীনের মূলভূভাগের পর্যটনের অনুরাগীতে পরিণত হয়েছেন। তবে ৩ বছর আগে তাঁর ধারণা ছিল ভিন্ন রকম। তখন তিনি তাইওয়ানের অন্যান্য যুবক-যুবতীদের মতো চীনের মূলভূভাগ সম্পর্কে কিছুই জানতেন না।
'এর আগে মূলভূভাগ সম্পর্কে আমার যা সামান্য ধারণা ছিল তা ছিল আমার বাবার জন্মস্থান - ফুচিয়ান প্রদেশের তুংশান দ্বীপ সম্পর্কে। আমার বাবা জন্মস্থান সম্পর্কে কম কথা বলেন। এ জন্যে আমি তাঁর জন্মস্থান সম্পর্কে আরও বেশি জানতে চাই।'
লিন ইয়ার বাবা ফুচিয়ান প্রদেশের চাংচৌ তুংশান দ্বীপের অধিবাসী ছিলেন। ১৯৪৯ সালে কুওমিন পার্টির সেনাবাহিনী মূলভূভাগ ত্যাগ করার সময় তুংশান দ্বীপের অনেক যুবককে গ্রেফতার করে তাইওয়ানে নিয়ে যায়। এর ফলে তুংশান দ্বীপের একটি গ্রাম 'বিধবা গ্রামে' পরিণত হয়। লিন ইয়ার বাবা হলেন এ গ্রামের অধিবাসী।
ইতিহাসের দুঃখ ও বাবার নিঃসঙ্গতা উপলব্ধি করার জন্য লিন ইয়া আশা করেন, একজন সংবাদদাতা হিসেবে প্রণালীর দু'তীরের জন্য কিছু অবদান রাখবেন। ফলে তিনি মূলভূভাগের পর্যটনকে তুলে ধরার মাধ্যমে তাইওয়ানের শ্রোতাদেরকে একটি সত্যিকার মূলভূভাগের ধারণা জানিয়ে দেন।
'আমার মনে হয় পর্যটন হচ্ছে সবচেয়ে হাল্কা, সহজ ও সরাসরি আদান-প্রদানের পদ্ধতি। এর আগে দু'তীরের পারস্পরিক সমঝোতা ছিল শুধু বইয়ের মাধ্যমে; তবে বর্তমানে সংবাদমাধ্যমে রিপোর্টের মাধ্যমে। সত্যিকারভাবে এখানে এসে আরেক ধরনের অনুভূতি হয়। যখনই আমি মূলভূভাগে আসি, মনে হয় নিজ বাড়িতে ফিরে এসেছি এবং সবসময় দারুণ মুগ্ধ হই।'
যেহেতু সময় নিরন্তর বয়ে চলে তাই তাইওয়ানের যুবকরা তাদের পূর্বপুরুষদের মতো মূলভূভাগের প্রতি অতো বেশি কাতর থাকে না।
নিজেদের স্বদেশভূমি ও পূর্বপুরুষদের জন্মস্থানের সংস্কৃতির ব্যাপারে তারা জানাশোনা ধীরে ধীরে কমে যায়। লিন ইয়া আশা করেন, নিজের পর্যটন অনুষ্ঠানের মাধ্যমে তাইওয়ানের আরও বেশি যুবকদেরকে মূলভূভাগের পর্যটন আকর্ষণ করতে পারবে। কারণ চীনের মূলভূভাগে একটি অতি সুন্দর স্থান।
'অনেকে ইউরোপ ও পশ্চিমা সংস্কৃতিকে আকুলভাবে আকাঙ্খা করে। চীনের সংস্কৃতি আমাদের কাছে আছে বলেই এটার চাহিদা তেমন অনুভব করি না। তবে আমি ভাবছি, কেন দূরে যেতে হবে। চীন এতো বড় দেশ, অনেক সুন্দর স্থান আছে এখানে। আমার ধারণা হলো বিশ্বের সবচেয়ে সুন্দর স্থান আছে চীনে। ভবিষ্যতে আমি আরও কয়েকটি প্রদেশে বেড়াতে যাবো।'
দু'দিনব্যাপী 'সানফাংচিসিয়াংয়ের সাক্ষাত্কার কার্যক্রমের সময় তিনি সেখানকার বিভিন্ন জায়গায় হেঁটেছেন। সাংস্কৃতিক-সম্পদ-সমৃদ্ধ ইতিহাস, খাওয়া ও বেড়ানোসহ তিনি নিজের দৃষ্টিতে তাইওয়ানের শ্রোতাদের সঙ্গে সানফাংছিসিয়াংয়ের দৃশ্য উপভোগ করেন।
'আসলে এ অপেরা মঞ্চের স্থাপত্য ও কাঠামোতে বিশেষ বৈশিষ্ট্য থাকার সঙ্গে সঙ্গে অপেরার করিডোর রয়েছে। তা থেকে বোঝা যায়, প্রাচীনকালের নকশা অনন্য।'
'প্রিয় শ্রোতাবন্ধুরা, ভবিষ্যতে আপনারা যদি সানফাংছিসিয়াং আসেন, তাহলে অবশ্যই এ কেকের মতো মাংসের বল খাবেন। আমি তা খেয়েছি, খুবই মজা লাগে।'
প্রতিবার বেড়ানোর মতো, লিন ইয়া নিজের অনুভূতির মাধ্যমে শ্রোতাদের কাছে সুখী ও চমত্কার পর্যটনের অনুভব বর্ণনা করেন এবং সবাইকে এখানে স্বাগত জানান।
'আপনারা জানেন সানফাংছিসিয়াংয়ে আসলে কী কী নিয়ে আসতে হবে? অবশ্যই আপনাদের মন নিয়ে আসতে হবে। তাছাড়া, ক্যামারা নিয়ে আসতে হবে। এবার সানফাংছিসিয়াংয়ে বেড়াতে আসার জন্য আমি খুব খুশি। আশা করি, সময় পেলে আপনারাও এখানে বেড়াতে আসবেন।'
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |