|
শহরের মধ্যে 'সানফাংছিসিয়াং' নামক দশটি গলি হলো এ শহরের ইতিহাস ও সংস্কৃতির শ্রেষ্ঠ বিষয়গুলোর প্রতীক। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে সানফাংছিসিয়াং বেড়াতে যাবো।
সানফাংছিসিয়াং হলো ফুচৌ শহরের নানহৌ সড়কের দু'পাশে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দশটি গলি ও রাস্তার সংক্ষিপ্ত নাম। চীনা ভাষায় ফাং অর্থ হলো রাস্তা এবং সিয়াং অর্থ গলি। 'সানফাং' অর্থাত্ তিনটি রাস্তা হলো ইচিন ফাং, ওয়েনরু ফাং ও কুয়াংলু ফাং। আর 'ছিসিয়াং' অর্থাত্ সাতটি গলি হলো ইয়াংছিয়াও সিয়াং, লাংকুয়ান সিয়াং, আনমিন সিয়াং, হুয়াং সিয়াং, হুয়াং সিয়াং, থা সিয়াং, কোং সিয়াং ও চিপি সিয়াং।
লাল রঙের দরজা এবং ধূসর রঙের ছাদ বিশিষ্ট ফুচৌ শহরের 'সানফাংছিসিয়াং' হলো চীনে বজায় রাখা অলিগলি ও রাস্তার দৃষ্টান্ত। এখানে অনেক বিখ্যাত ব্যক্তি ও কর্মকর্তারা বসবাস করতেন। সুদীর্ঘকালের ইতিহাস বা বর্তমান যাই হোক না কেন এ জায়গাটি হলো ফুচৌ শহরের সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। এখানে সাড়ে ৩ হাজার বছর আগে নির্মিত মিং ও ছিং রাজবংশের ২০০টিরও বেশি প্রাচীন স্থাপত্য বজায় রাখা হয়েছে। এর মধ্য দিয়ে ফুচৌ পুরনো শহরের বাসভবনের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। চীনের স্থাপত্য মহল এ অঞ্চলের স্থাপত্যগুলোকে বড় মাপের 'মিং ও ছিং রাজবংশের স্থাপত্য জাদুঘর' বলে আখ্যায়িত করে।
সম্প্রতি তাইওয়ান প্রণালীর দুই তীরের চারটি অঞ্চল থেকে আগত সংবাদমাধ্যম-কর্মীরা এ ঐতিহাসিক সাংস্কৃতিক রাস্তায় এসে এখানকার মানুষের সাক্ষাত্কার নেন। সাক্ষাত্কার নিতে তাইওয়ান থেকে আসা একজন মহিলা উপস্থাপক ছিলেন খুবই আকর্ষণীয়। তাঁর নাম লিন ইয়া। তিনি ব্যস্ততার সাথে সানফাংছিসিয়াং বেড়াতে যান। তিনি হলেন তাইওয়ানের একটি বেতারের উপস্থাপিকা।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |