|
এ সাংস্কৃতিক দেয়ালে সত্যিকারভাবে প্রাচীন থাং রাজবংশের সমৃদ্ধির দৃশ্য প্রতিফলিত হয়েছে। প্রাকৃতিক গ্রানাইটের ভাস্কর্য্য ও ধাতুর প্রযুক্তি ব্যবহার করে এ সাংস্কৃতিক দেয়াল গড়ে তোলায় তা দেখতে অতি অভিজাত বলে মনে হয়।
ইয়োংনিং দরজার সাংস্কৃতিক দেয়ালের চেয়ে 'উত্তর রাস্তা' স্টেশনের সাংস্কৃতিক দেয়াল আরও সুন্দর । ধূসর রঙের ইটের দেয়ালে লাল রঙের তামার তৈরী থাং রাজবংশীয় কাপড়চোপড় দেখা যায়। থাং রাজবংশীয় কাপড়ের ওপর রুপালী রঙয়ের একজন সুন্দরী আছে।এ সাংস্কৃতিক দেয়ালের স্থপতি সি'আন স্থাপত্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিশন প্রচার শিল্পকলা ডিজাইন গবেষণা বিভাগের ভাইস অধ্যাপক ম্যাডাম থাং ইয়া লি বলেছেন, "প্রতি যুগের নিজস্ব ফ্যাশন রয়েছে। থাং রাজবংশীয় কাপড় অতি সুন্দর। দু'টি ভিন্ন যুগের ভিন্ন রকমের সুন্দর উপাদান এক সাথে মেলানো গেলে তা স্পষ্ট ও দৃঢ় দেখা যায়। কাঁচামাল থেকে দেখে প্রাচীন ও গাঢ় রঙের তামা ব্যবহার করা হয়েছে, এর উপর একজন আধুনিকালের লোকের মূর্তি স্থাপন করা হয়েছে এভাবে আধুনিকতা ও পুরনো জিনিসের সংমিশ্রণ করা হয়েছে।"
এ সাংস্কৃতিক দেয়ালে সি'আনের ব্যবসা কেন্দ্র উত্তর রাস্তার ফ্যাশন প্রতিফলিত হয়েছে। থাং রাজবংশীয় কাপড় ও আধুনিকালের নারীর মূর্তির দু'রকম সৌন্দর্য্য যাওয়া আসার পথে যাত্রীদের মনে গভীর প্রভাব ফেলে। সি'আন দু'নম্বর সাবওয়ে স্টেশনে বিভিন্ন সাংস্কৃতিক দেয়ালে শ্যানসি প্রদেশের এ পুরনো ইতিহাসিক শহরের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এ সম্পর্কে ম্যাডাম থাং ইয়া লি আরও বলেন, সাংস্কৃতিক দেয়াল সাবওয়ের প্রতীক হিসেবে স্টেশনের পাশে রয়েছে। আমরা নিজের মতামত এ সাংস্কৃতিক দেয়ালের মাধ্যমে প্রতিফলিত করি এবং তার মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করি। আশা করি, সবাই একে পছন্দ করে। এর মাধ্যমে সি'আন শহরের সাবওয়ে ও সাংস্কৃতিক সম্পদ সমৃদ্ধির বৈশিষ্ট্য বোঝা যায় ।"
সি'আন একটি ইতিহাসিক পুরনো শহর। সাবওয়ে হল আধুনিক যুগের বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টি এবং সবচেয়ে পরিবেশবান্ধব পরিবহন পদ্ধতির অন্যতম। সি'আন শহরের সাবওয়ে নির্মিত হওয়ার পর রাস্তা ও পথ মেরামতের হার কমানো হয়েছে, পুরনো শহরের পরিবহনের চাপ কমানো হয়েছে এবং লোকজনের বসবাসের পরিবেশ উন্নত হয়েছে। তা ইতিহাস ও সংস্কৃতির পরিবেশ সংরক্ষণ করার জন্য সহায়ক, পুরাকীর্তি সংরক্ষণের জন্য কল্যাণকর, বিশেষ করে গাড়ির কার্বন ডাইঅক্সাইড নির্গমনের কারণে সৃষ্ট দুষণ কমানোর জন্য সহায়ক। পরিবেশ সংরক্ষণের দিক থেকে দেখলে তা পুরনো ধ্বংসাবশেষ ও পুরনো শহরের সম্পূর্ণতা সংরক্ষণ করার জন্য সহায়ক। শহরের পরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্যও তা কল্যাণকর হবে।
ইতিহাস অতিক্রম করে ভবিষ্যতকে অনুভব করা প্রয়োজন। সি'আন শহরের সাবওয়েতে চলাচল ইতিহাস ও সংস্কৃতির গ্যালারি অতিক্রম করার মতো। সাবওয়ে চলাচলের কারণে পুরনো শহর সি'আনের ঐতিহ্য নতুনভাবে প্রতিফলিত হবে, সেসঙ্গে লোকজনের জীবনযাপনের পদ্ধতিতেও পরিবর্তনের ছোঁয়া লাগবে (সুবর্ণা/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |