Web bengali.cri.cn   
সি'আন শহরের সাবওয়েতে ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন
  2011-12-13 10:04:10  cri

সি'আন সাবওয়ে স্টেশনের রঙ প্রধানত ধূসর ও সাদা। এর সঙ্গে সঙ্গে স্কারলেট পাখিসহ বিভিন্ন লোগো ব্যবহৃত হয়েছে। এর অলংকরণের স্টাইলে সি'আন শহরের প্রাচীন সংস্কৃতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। আধুনিক পরিবহনের ধারণার সাথে সি'আনের ইতিহাসিক সংস্কৃতি মিশে আছে। পুরনো শহরের বৈশিষ্ট্য বজায় রাখার সঙ্গে সঙ্গে আধুনিক ফ্যাশনও দেখা যায়। পেইচিং থেকে আসা পর্যটক জনাব চাং সাবওয়েতে যাত্রা করার পর এর সাজানোর স্টাইলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, 'সাবওয়ে স্টেশনে প্রবেশ করার পর সুসজ্জিত দেয়াল দেখেছি এবং দেয়ালে স্কারলেট পাখির ভাস্কর্য্য দেখেছি। আমার ধারণায় এ সাবওয়ে চীনের অন্যান্য শহরের চেয়ে অন্য রকম। তা সি'আন শহরের বৈশিষ্ট্যসম্পন্ন।'

সি'আন দু'নম্বর সাবওয়ের ১৭টি স্টেশনে একটি সাংস্কৃতিক দেয়াল আছে। তা মাটির নিচে একটি দারুণ সুন্দর শিল্পকলার গ্যালারি গড়ে তুলেছে। বিভিন্ন স্টেশনের সাংস্কৃতিক দেয়ালে এ স্টেশনের ভৌগোলিক অবস্থান ও ইতিহাসিক সাংস্কৃতিক ধ্বংসাবশেষের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তা সি'আন শহরের সাংস্কৃতিকসম্পদ সমৃদ্ধ বৈশিষ্ট্যময় দেয়ালের শিল্পকর্মে পরিণত হয়েছে।

সি'আন শহরের সবচেয়ে জনবহুল অঞ্চল হিসেবে, সাবওয়ের ঘন্টাগার স্টেশনের সাংস্কৃতিক দেয়ালের নাম হল 'ছিন অপেরা'। তা পাথরের খোদাই করে তৈরি ছিন অপেরার মাস্ক ও মানুষের মূর্তি নিয়ে গঠিত। গোটা দেয়ালের রঙ অতি সুন্দর। এটি হল দু'নম্বর সাবওয়েতে ছিং রাজবংশের বৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক দেয়ালের অন্যতম। যাত্রীরা সি'আন শহরের আধুনিকায়নের গতি অনুভব করার সঙ্গে সঙ্গে সরাসরিভাবে এ পুরনো শহরের ইতিহাসিক সংস্কৃতিকে উপভোগ করতে পারে।

সি'আন শহরের ইয়োংনিং দরজা হল প্রাচীনকালে অতিথিদের অভ্যর্থনার জায়গা। তা দক্ষিণ দিকে অবস্থিত।সি'আনের লোকজন তাকে দক্ষিণের দরজা বলে ডাকে। এ সাবওয়ে স্টেশনে একটি ১৪ মিটার দীর্ঘ ও ২.৬৫ মিটার উঁচু পাথরের বিরাট ভাস্কর্য-মন্ডিত দেয়াল রয়েছে। তার প্রতিপাদ্য আনন্দিতভাবে অতিথিদের স্বাগত জানানো। সি'আন সাবওয়ে লিমিডেট কোম্পানির প্রকৌশল বিভাগের পরিচালক কু ইয়ান ছি বলেছেন, "এ শিল্পকর্মের নাম 'অতিথিদের স্বাগত জানানো'। এর নিচের অংশে প্রচুর ফুল রয়েছে এবং উপরের অংশে লন্ঠন ঝোলানো রয়েছে। কেন এ সব দৃশ্যে অতিথিদের স্বাগত জানানোর মনোভাব প্রতিফলিত হয়? কারণ আমাদের দক্ষিণের দরজা আদান-প্রদানের দরজা এবং অতিথিদের স্বাগত জানানোর দরজা। এখানে এ সাংস্কৃতিক দেয়াল সাজিয়ে রাখা হয়েছে যাতে তা যাওয়া আসার যাত্রীদের ওপর গভীর ছাপ ফেলে। এ স্টেশনে প্রবেশ করে এ দেয়াল দেখলে অবিলম্বে বোঝা যায় দক্ষিণের দরজায় পৌঁছানো গেছে। তা যাত্রীদের সঙ্গে যোগাযোগের ভুমিকা পালন করে থাকে।"


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040