|
২০১১ সালের ১৬ সেপ্টেম্বর সি'আন শহরের দু'নম্বর সাবওয়ে লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সি'আন চীনের উত্তরপশ্চিমাঞ্চলের প্রথম সাবওয়ে সম্পন্ন শহরে পরিণত হয়েছে। সি'আন ১১০০ বছরেরও বেশি সময়ে বিভিন্ন রাজবংশের রাজধানী ছিল। এটি এথেন্স, রোম ও কায়রো'র সমসাময়িক বিশ্বের সবচেয়ে পুরনো শহরের অন্যতম। সি'আন শহরে প্রাচীনকালে চীনের চৌ, ছিন,হান ও থাং রাজবংশের ধ্বংসাবশেষ রয়েছে এবং চীনের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। সি'আন শহরের প্রাচীন দেয়ালে চীনা সংস্কৃতির উত্তরাধিকার ও মর্ম প্রতিফলিত হয়েছে। সি'আন শহর যেন চীনা জনগণের মনে প্রাচীনকালের ইতিহাস ধরে রাখা এক 'ইতিহাস যাদুঘর'। ১৯৭৪ সালে কৃষকরা কুয়া খনন করার সময় ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা খুঁজে বের করে । যদি আধুনিক সাবওয়ে তৈরি করা হয় তা সি'আন শহরের মাটির নিচে থাকা পুরাকীর্তির জন্য ক্ষতিকর হবে কিনা? ১৩টি রাজবংশের রাজধানী হিসেবে সি'আন শহরের পুরাকীর্তির সংরক্ষণের কাজ ছিল সি'আন সাবওয়ে নির্মাণের পক্ষে একটি বিরাট চ্যালেঞ্জ।
সাবওয়ে স্থাপনার শুরুতে এ সমস্যা লোকদের মনে চিন্তার উদ্রেক করে। এ সম্পর্কে সি'আন শহরের সাবওয়ে কৌশল বিভাগের উপপরিচালক লি ইউ তুং বলেছেন, পূর্ব পরিকল্পনা প্রণয়ন করার সময়, আমরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে সাবওয়ে নির্মাণের সঙ্গে সঙ্গে পুরাকীর্তি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। সাবওয়ের লাইনটি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ পুরাকীর্তির ধ্বংসাবশেষ এড়ানো হয়েছে। সাবওয়ে চ্যানেল মাটির ১০ মিটারেরও বেশি নিচে অবস্থিত, তা সাংস্কৃতিক পুরাকীর্তির নিচে অবস্থিত। সাবওয়ে স্টেশন নির্মাণের আগে পুরাকীর্তির অনুসন্ধানের কাজ করতে হবে। পুরাকীর্তি আবিষ্কার করলে পুরাকীর্তি সংরক্ষণ বিভাগের কাছে রিপোর্ট দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যবস্থা নিতে হবে। সাবওয়ে কোম্পানি ভৌগোলিক অবস্থা তদন্ত এবং বিশেষ গবেষণা করেছে। এর মধ্যে নির্মাণের কৌশল, চাপ কমানোর ব্যবস্থা ও সংরক্ষিত কাঠামো রয়েছে। এ জন্যে সাবগ্রেডের বহন-সামর্থ্যকে সাবওয়ে নির্মাণের চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে হয়েছে এবং পুরাকীর্তির ওপর যেন প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে হয়েছে। সাবওয়ে লাইন পুরোপুরিভাবে মাটির নিচে নির্মিত হওয়ার কারণে তার মাধ্যমে ভালভাবে সি'আন পুরনো শহরের দৃশ্য সংরক্ষণ করা যায়। জানা গেছে, সি'আন শহরের সাবওয়ে নির্মাণে পুরাকীর্তি সংরক্ষণ প্রকল্পে ২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ইউয়ান ব্যয় হয়েছে।
সি'আন শহরের সাবওয়ে প্রস্তুতের কাজ থেকে নির্মাণ পর্যন্ত সবসময় পুরাকীর্তি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া এবং সি'আন শহরের পুরনো দৃশ্য বজায় রাখা হয়েছে। সাবওয়ে নির্মাণের ফলে সি'আনের পুরনো এলাকা আশেপাশের আধুনিক এলাকার সঙ্গে সংযুক্ত হয়েছে। এভাবে প্রাচীন সভ্যতা ও আধুনিক সভ্যতার মেলবন্ধন ঘটেছে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |