Web bengali.cri.cn   
এওয়েনকি জাদুঘর ভ্রমণ
  2011-12-06 18:03:24  cri

তাছাড়া, জাদুঘরে আপনি বার্চ গাছের চামড়া দিয়ে তৈরি ছোট ভাসন্ত স্তূপ দেখতে পাবেন। জাহাজে কোনো পেরেক থাকে না। বার্চ গাছের চামড়া দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করা এওয়েনকি জাতির লোকদের চমত্কার কৌশল। বার্চ গাছের চামড়ার উপাদান এওয়েনকি জাতির লোকদের জীবনযাপনে ব্যাপক দেখা যায়। যেমন ম্যাচ বক্স, দুধের ব্যারেল ইত্যাদি। বার্চ গাছের চামড়া দিয়ে তৈরি এ সব জিনিসকে এওয়েনকি ভাষায় 'মাধা' বলে ডাকা হয়। বার্চ গাছের চামড়া দিয়ে এওয়েনকি জাতির করা বস্তুর ডিজাইন নানা ধরনের। তারা বার্চ গাছের চামড়ায় প্রাকৃতিক পরিবেশের পশুপাখি, উদ্ভিদ এবং জীবনযাপনের পদ্ধতির দৃশ্য আঁকে। এভাবে বৈশিষ্ট্যসম্পন্ন বার্চ গাছের চামড়ার সংস্কৃতি সৃষ্টি হয়েছে।

এওয়েনকি জাদুঘরের কর্মী আইরুনা বলেন, এওয়েনকি জাতি সামান ধর্মে বিশ্বাস করে। সামান জাতির মানুষ প্রধানত এ ধর্ম চর্চা করে এবং এ ধর্মমতে প্রার্থনার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও পূর্বপুরুষদের কাছে জীবনযাপনের উন্নয়ন ও জাতির সমৃদ্ধি কামনা করে ও ভূত তাড়ায়।

"ধর্ম ক্ষেত্রে তারা সামান ধর্ম বিশ্বাস করে। তারা মনে করে, সামান হলেন মানবজাতি ও দেবতার মধ্যে যোগাযোগের দূত। সামান ধর্মে মনে করা হয়, বিশ্বের বিভিন্ন জিনিসের নিজের মর্ম আছে। প্রাকৃতিক পরিবেশের বস্তুর গণ্য করার জন্য সামান ধর্মের কাপড়ে তা দেখা যায়।"

এওয়েনকি জাতি ও তাদের জীবনযাপন উপলব্ধি করে এমন অনেকে সামান ধর্ম, প্রাকৃতিক বস্তু এবং সামান সংস্কৃতির বস্ত্রের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করে।

জাদুঘরের প্রবন্ধ ও ছবির মাধ্যমে এওয়েনকি জাতির ঐতিহাসিক পরিবর্তন ও উন্নয়ন প্রতিফলিত হয়েছে। 'চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রকাশিত 'এওয়েনকি স্বায়ত্তশাসিত ব্যানার' প্রতিষ্ঠার সিদ্ধান্ত' নয়া চীনে এওয়েনকি জাতির জাতীয় স্বশাসনের ক্ষমতা প্রমাণিত হয়েছে এবং এওয়েনকি জাতির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। উনিশ শ সাতান্ন সালে এওয়েনকি জাতির লোকসংখ্যা ছিল মাত্র সাত হাজারের মতো, কিন্তু এখন সে সংখ্যা বেড়ে ৩০ হাজারে ছাড়িয়ে গেছে।

গান গাওয়া মালিয়ানা হলেন এওয়েনকি জাতির লোক। জাতীয় উন্নয়ন সম্পর্কে তাঁর গভীর অনুভূতি রয়েছে। এওয়েনকি জাতি শিকারী জীবনযাপন থেকে পশুপালক জীবন অতিক্রম করে আধুনিক জীবনে প্রবেশ করেছে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এওয়েনকি জাতি অন্যান্য সংখ্যালঘু জাতির মতো উন্নত ও সমৃদ্ধ হয়েছে। তিনি এওয়েনকি জাতির পুরনো লোকসংগীতের মাধ্যমে মনের সুখ প্রকাশ করেন।

(সুবর্ণা/এসআর)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040