|
তৃণভূমি হলো প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা আবহাওয়া ও বায়ুর গুণগত মানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনের অন্তর্মঙ্গোলিয়ার হুলুনবের তৃণভূমি একটি রহস্যময় সবুজ ভূমি। এখানকার এওয়েনকি তৃণভূমিতে ঘাস প্রচুর এবং পানি পরিস্কার। সাহসি ও সাদাসিধে এওয়েনকি জাতির লোকরা এখানে বসবাস করে। ঐতিহাসিক কারণে এওয়েনকি জাতির বিভিন্ন উপজাতি আলাদা আলাদাভাবে বসবাস করে। উপজাতিগুলোর নাম হল সুওলুন, থোংকুস ও ইয়াকুট। উনিশ শ আটান্ন সালের পয়লা আগস্ট এওয়েনকিতে স্বায়ত্তশাসন ব্যানার প্রতিষ্ঠিত হয় এবং এ জাতির লোকদের ইচ্ছা অনুযায়ী 'এওয়েনকি' জাতির নামকরণ করা হয়। উনিশ শ আটানব্বই সালে এওয়েনকির স্বায়ত্তশাসন অর্জনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে এওয়েনকি জাদুঘর প্রতিষ্ঠিত হয় এবং আরও বেশি মানুষের জন্য এ বনে বসবাস করা রহস্যময় জাতিকে ভালভাবে বোঝার সুযোগ তৈরি হয়। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের এওয়েনকি জাদুঘরে নিয়ে যাবো এবং উত্তর চীনে এ পুরনো জাতির জীবনযাপন সম্পর্কে জানবো।
উরেরটু হলেন এওয়েনকি জাতির লেখক ও পণ্ডিত। তার মতে, এওয়েনকি জাতি হলো উত্তর চীনের সংখ্যালঘু জাতির মধ্যে স্বল্প জনসংখ্যা কম ও পুরনো জাতির অন্যতম। তিনি বলেন,
"এওয়েনকি জাতির মানুষেরা চীন ও রাশিয়ায় বসবাস করে। চীনের এওয়েনকি জাতির লোকরা প্রধানত হুলুনবের শহরের এওয়েনকি স্বায়ত্তশাসিত অঞ্চলে বাস করে। এর সঙ্গে সঙ্গে মোলিদাওয়া, আরোং ব্যানার ও ছেনবারহু ব্যানারে এওয়েনকি জাতির মানুষ খুঁজে পাওয়া যায়।"
এওয়েনকি স্বায়ত্তশাসিত ব্যানার বাইনথুওহাই জেলার কেন্দ্রীয় অঞ্চলে প্রতিষ্ঠিত এওয়েনকি জাদুঘর সবুজ ঘাসের মধ্যে অবস্থিত। এ স্থাপত্যের আকার পাহাড়ের মতো এবং জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন। জাদুঘরের দরজার সামনে একটি তামার তৈরি বর্ম পরা, হাতে অস্ত্র ধরা এবং ঘোড়ায় চড়া এওয়েনকি জাতির কমান্ডারের ভাস্কর্য দাঁড়িয়ে আছে। জাদুঘরের দুটি 'প্রথা হলে' প্রবেশ করলে মনে হবে যেন গাছে ঢাকা নিবিড় বনে প্রবেশ করা হয়েছে। প্রাণচঞ্চল ভল্লুক, নেকড়ে, খেঁকশিয়াল ও হরিণের নমুনা প্রদর্শন করা হয়েছে এবং হলে প্রাকৃতিক পরিবেশের প্রাণশক্তি প্রতিফলিত হয়েছে।
এওয়েনকি জাতি হলো উত্তর চীনের বনে বসবাস করা জাতিগুলোর অন্যতম। তাদের শাখা ইয়াকুটের মানুষেরা সারা বছরে নিবিড় বন ও তুষারাচ্ছন্ন পাহাড়ের মধ্যে বসবাস করে। তারা শিকার ধরা ও বলগা হরিণ পালনের মাধ্যমে জীবন কাটায়। এরা চীনের ইতিহাসে এ পর্যন্ত বলগা হরিণ পালনকারী একমাত্র জাতি। স্থানীয় অঞ্চলের লোকরা তাদেরকে আওলুকুইয়া এওয়েনকি শিকারী নামে ডাকে। এরা চীনের একমাত্র শিকারী জাতি। এ সম্পর্কে উরেরথু বলেন, "এওয়েনকি জাতির লোকদের একটি অভ্যাস আছে। সাধারণত নদীর পাশে বসবাস করে এবং নদীর বয়ে চলা দিক অনুযায়ী অভিপ্রয়াণ করে। যদি একই জাতির লোকদের সঙ্গে দেখা হয়, তাহলে পরস্পরকে নিজ নিজ এলাকার নদীর নাম জানায়। যেমন আমি আওলুকুইয়া। এটা আসলে নদীর নাম।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |