Web bengali.cri.cn   
এওয়েনকি জাদুঘর ভ্রমণ
  2011-12-06 18:03:24  cri

এওয়েনকি জাতির মানুষের নিজেদের বর্ণ নেই। গত শতাব্দীর ষাটের দশক পর্যন্ত তাদের স্থায়ী বাড়িঘর ছিল না। আকাশের পাখি, বনের পশু ও নদীর মাছ সবই তাদের খাবার। নিবিড় বন ও তুষারাচ্ছুন্ন পাহাড়ে বসবাস করা এওয়েনকি জাতির লোকরা আদিম জীবনযাপন করে। তারা চীনের শ্রেষ্ঠ পশু বলগা হরিণ পালন করে, মত্স্য শিকার করে এবং পুরনো ধর্মে বিশ্বাস করে। কুসিয়াংলিয়ান হলো আওলুকুইয়া এওয়েনকি জাতির বংশধর। তার জাতি সম্পর্কে তার মূল্যায়ন এ রকম, "আমাদের জাতি একটি অতি বিশেষ জাতি। প্রাচীনকালে আমরা শিকারের ওপর নির্ভর করে জীবনধারণ করতাম। এখন আমরা বলগা হরিণ পালন করি। আমাদের জাতি একটি স্বাধীন ও সাহসী জাতি।"

আদিম বন এওয়েনকি জাতির মানুষের জন্য জীবনধারণের প্রধান সম্পদ যুগিয়েছে। এ ধরনের প্রাকৃতিক পরিবেশের কারণে এওয়েনকি জাতির আদিম শিকার ও বলগা হরিণ পালনের জীবন গড়ে উঠেছে। জাদুঘরে শক্তিশালী বলগা হরিণের নমুনা, শিকারীদের ব্যবহৃত অস্ত্র, টোটা, বার্চ গাছের শাখা দিয়ে তৈরি জাহাজ ও 'ছুওলুওজি' নামক মোচাকৃত বাসা এ জাতির মানুষের জন্য প্রাকৃতিক পরিবেশে থাকার অনুভূমি বর্ণনা করে।

'ছুওলুওজি' হলো এলুনছুন, এওয়েনকি ও হেজেসহ উত্তর চীনের পশুপালক জাতির নির্মিত বাসা। এটা এওয়েনকি জাতির প্রধান বাসস্থান। 'ছুওলুওজি' দুটি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশ কাঠামো। তা বিশ-ত্রিশ ফালি কাঠ দিয়ে মোচাকৃতিতে তৈরি করা হয়। এর উচ্চতা ৩-৪ মিটার এবং মূলের ব্যাস ৪ মিটার। দ্বিতীয় অংশ হলো কাঠ কাঠামোর উপরে ছাদ। ছাদে গ্রীষ্মকালে বার্চ গাছের বাকল ব্যবহার করা হয় এবং শীতকালে তার ওপর পশুর চামড় রাখা হয়। দরজা সুর্যোদয় অর্থাত্ পূর্ব দিক মুখ করা; মাঝখানে ঝাঁঝরি দেখা যায়। এখনও পর্যন্ত এওয়েনকি জাতির লোকেরা এ ধরনের ঘর ব্যবহার করে।

এওয়েনকি জাতির লোকদের 'বনের দেবতা' নামক দুটি ঘনিষ্ট বন্ধু আছে। এরা হলো আকাশে উড়া বাজপাখি এবং বনের বলগা হরিণ। বলগা হরিণের স্বভাব খুবই কোমল এবং ভারি মাল নিয়ে বন ও জলাভূমি অতিক্রম করতে পারে। এ হরিণ 'বনের জাহাজ' হিসেবে এওয়েনকি জাতির জীবনযাপনের প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে। বলগা হরিণ শ্রেষ্ঠ পশু। এর চামড়া নরম ও স্থির এবং মাংস খাওয়ার উপযোগী। বলগা হরিণের শিংও শ্রেষ্ঠ ও দামি ওষুধ।

দীর্ঘকাল ধরে এওয়েনকি জাতির শিকারীরা বলগা হরিণের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছে। এওয়েনকি জাতির মহিলারা তাদের পালন করে। তারা নিজেদের বাচ্চার মতো বলগা হরিণের যত্ন নেয়। তারা এ পশুদের অনেক সুন্দর সুন্দর নাম দেয়। বিভিন্ন উত্সবে বলগা হরিণের জন্য ছল ছল ও ঘন্টা সাজায়। জাদুঘরে বলগা হরিণ সম্পর্কিত প্রদর্শনী সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে করা হয়। শিকারীদের ভাস্কর্য্য ও বলগা হরিণের নমুনা জাদুঘরের শ্রেষ্ঠ প্রদর্শন বস্তু পরিণত হয়েছে।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040