|
||||||||||||||||||||||||||||
কিন্তু পরিবেশের কঠোর অবস্থা মানুষকে সতর্ক করে দেয়। বিভিন্ন মহলের জনগণ তাচিউ হ্রদের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করে। দু হাজার আট সালে তাচিউ জলাভূমি পার্কের প্রশাসনিক ব্যুরো প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর তাচিউ হ্রদকে জাতীয় জলাভূমি পার্কে পরিণত করা হয়। এটা চীনের চতুর্থ জলাভূমি পার্ক এবং মধ্য চীনের একমাত্র জলাভূমি। তাচিউ হ্রদ জাতীয় জলাভূমি পার্কের প্রশাসনিক ব্যুরোর প্রধান ওয়াং শিং লিন বলেন, "পার্কের আয়তন ৫০৮৩ হেক্টর। এ ভূমি থেকে এক গ্রামের ৩০৯টি পরিবারের মোট ১৪৪৪ জন সদস্যকে অন্য অঞ্চলে স্থানান্তর করা হবে। এটা খুবই কঠিন ব্যাপার। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অঞ্চলের গ্রামবাসীদের স্বার্থের মধ্য বিরাট দ্বন্দ্ব রয়েছে। এ গ্রামের মানুষ পূর্ব পুরুষ থেকে এখানে বসবাস করে। তারা জন্মস্থান থেকে ত্যাগ করতে চায় না।"

আবাদি জমির পরিবর্তে জলাভূমি গড়ে তোলার জন্য এখানকার গ্রামবাসীদের স্থানান্তর করা হলো জলাভূমি সংরক্ষণের প্রথম পদক্ষেপ। যেসব পরিবারের কৃষিক্ষেত নিচু এলাকায় অবস্থিত, তাদের কৃষিক্ষেত ফেরত দিতে হবে এবং যেসব পরিবারের বাড়ি নিচু স্থানে নির্মাণ করা হয়েছে, তাদেরকে অন্য জেলায় স্থানান্তর করা হবে।
গ্রামবাসীদের আস্থা জোরদার করার জন্য গ্রামের সম্পাদক হুয়াং ই ছেং নিজের মেয়ের বিয়ের টাকা নিয়ে সেখানে পর্যটন হোটেল নির্মাণ করেছেন। তিনি কয়েকটি রুম তৈরি করে সাদা দেয়াল ও লাল লণ্ঠন ঝুলিয়ে এ হোটেল সাজিয়েছেন। তিনি বলেন, "তাচিউ হ্রদ অঞ্চলে কয়েকবার অর্থনৈতিক পদ্ধতি পরিবর্তনের প্রচেষ্টা চালানো হয়েছে। তবে ভালো সাফল্য অর্জিত হয় নি। জলাভূমি সংরক্ষণ করার জন্য পর্যটন শিল্পের উন্নয়ন একটি ভালো উপায়।"



| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |