|
আপনারা জানেন মধ্য চীনের শেননোচিয়া বনের ভিতরে একটি রহস্যময় ও দারুণ সুন্দর জায়গা রয়েছে, যার নাম তাচিউ হ্রদ। বহু পাহাড় যেন তাকে কোলাকুলি করে আছে। হ্রদের কাছে অনেক ছোট হ্রদ ও নানা রঙের সুন্দর ফুল দেখা যায় এবং আশেপাশে পাখির মিষ্টি গান শোনা যায়। এ হ্রদ মধ্য চীনের একমাত্র ভালভাবে সংরক্ষিত জলাভূমি এবং দক্ষিণ চীনের পানি উত্তর চীনে আনা প্রকল্পের গুরুত্বপূর্ণ পানির উত্স। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে এখানকার সুন্দর দৃশ্য উপভোগ করবো এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়া এবং জলাভূমির পুনর্গঠনের পর সংঘটিত বিরাট পরিবর্তন সম্পর্কে জানবো।
সিআরআই'র সংবাদদাতা জলাভূমিতে প্রবেশ করার পর সেখান থেকে নিজের অনুভূতি বর্ণনা করে বলেছেন, "প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি রাবার জুতা পায়ে দিয়ে তাচিউ হ্রদের কাছে পাহাড় ও জলাভূমিতে হাঁটছি। পানির মধ্যে ছোট ছোট ঘাসের সবুজ পাতা বেড়ে উঠছে, জলাভূমির কেন্দ্রীয় এলাকায় ঝাড়-ঝোপ দেখা যায়। এখানে পাখির সুকণ্ঠ শোনা যায়। বনের মধ্যে নরম জলাভূমি ও শেওলার ৩০ হাজার বছরের ইতিহাস রয়েছে। এর সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা ৩.৫ মিটার, হাত দিয়ে স্পর্শ করলে শেওলার মধ্যে পঁচা ঘাস পাওয়া যায়।"
বিশ্লেষকরা মনে করেন, তাচিউ শেওলা জলাভূমির প্রাকৃতিক মূল্য প্রায় ৪৬.৪ বিলিয়ন ইউয়ান। তার সামর্থ্য কৃষি জমির প্রাকৃতিক সামর্থ্যের ১৬০গুণ। পানি ও কার্বন সঞ্চয় করা এবং জলবায়ুর সঙ্গে সমন্বয় করার সামর্থ্য রয়েছে এখানকার। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমির পৃথিবী পরীক্ষা ইনস্টিটিউটের পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ গবেষণা বিভাগের পরিচালক তু ইউয়ুন বলেন, "এ জলাভূমিতে মানবজাতির ক্ষতিকর তত্পরতা খুবই কম। এটা ধারাবাহিকভাবে সৃষ্টি হয়েছে এবং গত ১০ হাজার বছরে ভালভাবে জলবায়ু পরিবর্তনের অবস্থা প্রতিফলিত হতে পারে। এ জলাভূমি সংরক্ষণের বিরাট তাত্পর্য রয়েছে। বর্তমানে মধ্য ও পূর্ব চীনে এত ভালভাবে সংরক্ষিত জলাভূমি খুবই কম দেখা যায়। পরিবেশের নিজের পুনরুদ্ধার সামর্থ্য খুবই সীমিত। মানবজাতির অতি মাত্রিক তত্পরতা, অতিরিক্ত উন্নয়ন এবং দুর্বল প্রাকৃতিক পরিবেশের কারণে পরিবেশটি নষ্ট হয়েছে।"
মানবজাতির অতিরিক্ত তত্পরতার কারণে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হয়েছে। তাচিউ হ্রদের মতো দূরদূরান্তের মণি-স্থানটি পৃথিবী থেকে হারাতে বসে। গত শতাব্দীর আশির দশকে লোকজন নিজেদের খাওয়া-পরার সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন উপায়ে জলাভূমিকে ব্যবহার করেছে। এখানে খাদশস্য ও সবজি চাষ করেছে এবং পশুপাখি পালন করেছে। অতিরিক্ত ব্যবহারে স্থানীয় লোকজনের জীবনযাপনের মান উন্নত তো হয়-ই নি, বরং উল্টো জলাভূমিতে গুরুতর খরাবস্থা দেখা দিয়েছে, মাটি উর্বরতা হারিয়েছে এবং ৯টি হ্রদ বিলিন হয়ে গেছে। জলাভূমির শ্যাওলা পানির অভাবে মারা গেছে। শ্রেষ্ঠ পশুপাখিও খুঁজে পাওয়া যায় না।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |