Web bengali.cri.cn   
চীনের কুয়ানচোং রীতিনীতি ও শিল্পকলা যাদুঘর
  2011-11-01 14:33:25  cri
    কুয়ানচোং হচ্ছে চীনের শ্যানসি প্রদেশের মধ্যাঞ্চলের সমতল ভূমি এলাকা, এর উত্তরাঞ্চলে শ্যানপেই মালভূমি এবং দক্ষিণাঞ্চল শ্যাননান উপত্যকা ও পাহাড়াঞ্চল। কুয়াংচোং হল শ্যানসি প্রদেশের লোকসংখ্যা সমৃদ্ধ এবং ধনী অঞ্চলের অন্যতম। শ্যানসি প্রদেশের ব্যবসায়ী ওয়াং ইয়োং ছাও ৫৭ কোটি ইউয়ান ব্যয়ে কুয়াংচোং রীতিনীতি ও শিল্পকলা জাদুঘর নির্মাণ করেছেন। জাদুঘরে ছায়াবাজি, কাঠ খোদাই ছবি, কোমর ঢোল, ছিনছিয়াং অপেরা, প্রাচীনকালের সংগীত এবং পুরনো চক মেলানো বাড়িসহ শ্যানসি প্রদেশের সংস্কৃতির প্রতিফলনের বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়।

    জাদুঘরে প্রবেশ করার পর, জাতীয় সংস্কৃতির পরিবেশ গভীরভাবে অনুভব করা যায়। ২ মিটার উচুঁ কয়েক হাজার পাথরের স্তম্ভ ঝুলানো রয়েছে, এসব পাথর স্তম্ভের আকার দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক।

    "এসব পাথর স্তম্ভের মোট সংখ্যা ৮৬০০টিরও বেশি, এদের আকার বিভিন্ন ধরণের এবং জীবন্ত। যেমন ব্যক্তি, বাদর এবং বিভিন্ন পশুপাখি। প্রাচীনকালে চীনের থাং রাজবংশ থেকে ছিং রাজবংশ পর্যন্ত এবং আধুনিক যুগের সবই পাওয়া যায়।"

    প্রাচীনকালে শ্যানসি প্রদেশের কুয়ানচোং অঞ্চল পূর্ব ও পশ্চিমের যাতায়াত সংযোগস্থল হিসেবে বিভিন্ন ধরনের জাতীয় সংস্কৃতির সম্মিলন স্থানে পরিণত হয়েছে। কুয়ানচোং রীতিনীতি জাদুঘরে প্রদর্শন করা ঘোড়া বাঁধার পাথর প্রধানত সংখ্যালঘু জাতির সংস্কৃতি প্রতিফলন। প্রতিটি ঘোড়া বাঁধার পাথর ছিয়াং জাতি, সিয়ানবেই জাতি ও সিয়োংনু জাতির কুয়ানচোংয়ের জীবনযাপনের সঠিক প্রতিফলন। জাদুঘরের প্রচার বিভাগের পরিচালক লিউ পেং ফেই বলেছেন,

    "এ লোকের চেহাড়ায় বড় দাঁড়ি, বড় চোখ ও উচুঁ নাক দেখা যায়। তিনি সিংহের ব্যাগে বসে থাকেন। এ পাথর স্তম্ভ হল প্রাচীনকালে চীনের থাং রাজবংশের ঘোড়ার পিঠের ঝুড়ি ।"


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040