|
জাদুঘরে প্রবেশ করার পর, জাতীয় সংস্কৃতির পরিবেশ গভীরভাবে অনুভব করা যায়। ২ মিটার উচুঁ কয়েক হাজার পাথরের স্তম্ভ ঝুলানো রয়েছে, এসব পাথর স্তম্ভের আকার দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক।
"এসব পাথর স্তম্ভের মোট সংখ্যা ৮৬০০টিরও বেশি, এদের আকার বিভিন্ন ধরণের এবং জীবন্ত। যেমন ব্যক্তি, বাদর এবং বিভিন্ন পশুপাখি। প্রাচীনকালে চীনের থাং রাজবংশ থেকে ছিং রাজবংশ পর্যন্ত এবং আধুনিক যুগের সবই পাওয়া যায়।"
প্রাচীনকালে শ্যানসি প্রদেশের কুয়ানচোং অঞ্চল পূর্ব ও পশ্চিমের যাতায়াত সংযোগস্থল হিসেবে বিভিন্ন ধরনের জাতীয় সংস্কৃতির সম্মিলন স্থানে পরিণত হয়েছে। কুয়ানচোং রীতিনীতি জাদুঘরে প্রদর্শন করা ঘোড়া বাঁধার পাথর প্রধানত সংখ্যালঘু জাতির সংস্কৃতি প্রতিফলন। প্রতিটি ঘোড়া বাঁধার পাথর ছিয়াং জাতি, সিয়ানবেই জাতি ও সিয়োংনু জাতির কুয়ানচোংয়ের জীবনযাপনের সঠিক প্রতিফলন। জাদুঘরের প্রচার বিভাগের পরিচালক লিউ পেং ফেই বলেছেন,
"এ লোকের চেহাড়ায় বড় দাঁড়ি, বড় চোখ ও উচুঁ নাক দেখা যায়। তিনি সিংহের ব্যাগে বসে থাকেন। এ পাথর স্তম্ভ হল প্রাচীনকালে চীনের থাং রাজবংশের ঘোড়ার পিঠের ঝুড়ি ।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |