Web bengali.cri.cn   
১০০ বছর পর নতুন পুখৌ অঞ্চল
  2011-10-25 19:25:33  cri

    সম্প্রতি নানচিংয়ে অনুষ্ঠিত শরত্কালীন আর্থ-বাণিজ্যিক ফোরামে নির্ধারণ করা হয়েছে যে, পুখৌ পুরনো রেলস্টেশনটি নানচিং আন্তর্জাতিক নির্মাণ শিল্প মেলা কেন্দ্রে পরিণত হবে। পুখৌ এলাকার চীনা কমিউনিস্ট পার্টির সম্পাদক ছেং ইউ সিয়াং বলেছেন, আন্তর্জাতিক নির্মাণ শিল্প মেলার স্থাপনার স্থান পুখৌর পুরনো রেলস্টেশন এলাকায় অবস্থিত। স্থাপত্যের আয়তন প্রায় ৩ বর্গকিলোমিটার, মোট পরিবর্তনের আয়তন প্রায় ৬ বর্গ কিলোমিটার। এর মধ্যে আন্তর্জাতিক নির্মাণ শিল্প ব্যবসার প্রদর্শন এলাকা, পুরাকীর্তি সংরক্ষণ এলাকা, শিল্প উদ্ভাবনী এলাকা ও মাল পরিবহন এলাকা রয়েছে। এর সঙ্গে সঙ্গে নদীর আশেপাশে ব্যবসা ও আরামদায়ক এলাকাসহ বিভিন্ন আনুষঙ্গিক ব্যবস্থা নির্মিত হবে।

    পুরাকীর্তি সংরক্ষণ এলাকা হিসেবে কয়েক বছর আগে পুখৌ সরকার কয়েক কোটি ইউয়ান ব্যয়ে পুখৌ রেলস্টেশনের দালানকোঠা ও আশাপাশে দুটি চত্বর মেরামত করেছে। ভবিষ্যতে এখানে চলচ্চিত্রের শুটিং ঘাঁটি নির্মিত হবে।

    ২০১৪ সালের নানচিং দ্বিতীয় যুব অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য, পুখৌ নতুন শহরের নির্মাণ কাজ দ্রুততর হচ্ছে। পুখৌ নতুর শহরের আয়তন ৮৯৩৬ একর, মোট স্থাপত্যের আয়তন ১৩০০ বর্গমিটার, নির্মাণের সময় ৪ বছর। পুখৌ নতুন শহর ২০১৪ সালে মোটামুটি নির্মিত হবে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন। আগামী ৪ বছরের মধ্যে পুখৌ নতুন শহর বিরাট উন্নয়নের সম্মুখীন হবে। পুখৌ এলাকার জনগণের জীবনযাপন বিশেষ করে বসবাসের পরিস্থিত পুখৌ নতুন শহরের নির্মাণের সঙ্গে সঙ্গে উন্নতি হবে। নানচিং শহরের মেয়ার চি চিয়ান ইয়ে ভবিষ্যতের জন্য আশাবাদী। তিনি বলেছেন,  গৃহায়ন সমস্যা হবে চীনের দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা চলাকালে গণ জীবিকা ক্ষেত্রে সম্মুখীন গুরুত্বপূর্ণ বিষয়। আরামদায়ক গৃহায়ন প্রকল্পের নির্মাণ কাজ জোরদার করা, সস্তা ভাড়া বাড়ির আয়তন সম্প্রসারণ করা এবং কার্যকরভাবে অধিবাসী ও কৃষকদের পরিস্কার গৃহায়ন এবং নানচিংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন নিশ্চিত গৃহায়ন ব্যবস্থা গঠন করা উচিত, যাতে বিভিন্ন স্তরের অধিবাসীদের গৃহায়নের চাহিদা ও নিশ্চিত ব্যবস্থায় সন্তুষ্ট করা যায়।

     ১০০ বছর ধরে ইয়াংসি নদীর তরঙ্গ দিনে দিনে নদীর দুই তীরে ঢেউ খেলছে, ইয়াংসি নদীর জোয়ার ভাটা ১০০ বছর আগের মতোই। তবে নদীর পাশে পুখৌর দিনে দিনে উন্নতি হয়েছে। সুন ইয়াত সানের আকাঙ্খা আজ বাস্তবতায় পরিণত হয়েছে এবং তাঁর 'বাস্তব পরিকল্পনা' চীনে এক ধাপে এক অধ্যায়েই বাস্তবায়িত হয়েছে। (সুবর্ণা/আবাম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040