Web bengali.cri.cn   
১০০ বছর পর নতুন পুখৌ অঞ্চল
  2011-10-25 19:25:33  cri
    ২০১১ সালের ১০ অক্টোবর চীনের উছাং বিদ্রোহে সাফল্য অর্জন করার পর চীনের ছিং রাজবংশের প্রশাসন উত্খাত হয়ে যায়, চীন গণতান্ত্রিক বিপ্লবে প্রবেশ করে। ১৯১২ সালের পয়লা জানুয়ারি সুন ইয়াত সান নানচিং শহরে চীনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছিলেন এবং চীনের অস্থায়ী জাতীয় সরকার নানচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সুন ইয়াত সান তাঁর 'বাস্তব পরিকল্পনা' চালু করেন। এ পরিকল্পনায় তিনি নানচিং শহরের পুখৌ অঞ্চলের ভবিষত্যের নীলনকশা বর্ণনা করেন। কারণ তখন চীনের ইয়াংসি নদীর ওপর কোনো সেতু নির্মিত হয় নি এবং কোনো সুরঙ্গও ছিল না। তবে সুন ইয়াত সান মনে করেন, পুখৌর ভবিষ্যত সুউজ্জ্বল, নানচিংয়ের উন্নয়নও অভাবনীয়। সময় দ্রুত চলে যায়, ১০০ বছর পর পুখৌ অঞ্চলে এখন কি দৃশ্য? আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নানচিংয়ের নতুন পুখৌ অঞ্চলে নিয়ে যাবো।

    বর্তমানে পুখৌ হচ্ছে চীনের চিয়াং সু প্রদেশের নানচিং শহরের প্রশাসনে একটি অঞ্চল। তা নানচিং শহরের উত্তরপশ্চিমাঞ্চল ও ইয়াংসি নদীর উত্তর তীরে অবস্থিত। নানচিং শহরের পুখৌ রেলস্টেশনের চত্বরে দাঁড়িয়ে ইতিহাস স্মরণ করে ১০০ বছর আগের দৃশ্য ও বর্তমানের দৃশ্যের সঙ্গে মিশে যান।

    বর্তমানে পুখৌ রেলস্টেশন নানচিং পুরাকীর্তি সংরক্ষণ এলাকার একটি অংশে পরিণত হয়েছে। দোয়াল আগের মতো লাল রঙ দেখা যায় না এবং সবুজ ট্রেনটি আর চলাচল করছে না। পুরনো টিকিট অফিসে ও ট্রেনের অপেক্ষা কক্ষের দরজাও বন্ধ হয়ে গেছে। পুরনো জ্বানালা থেকে ভিতরে দেখা যায় অপেক্ষা কক্ষের মধ্যে পুরনো চেয়ার। অপেক্ষা কক্ষের দোয়ালে অপরিচিত চলচ্চিত্রের পোস্টআর ঝোলানো রয়েছে, পুরনো রেলপথের ওপর ঘাস দেখা যায়। টিকিট চেকিং স্টেশনে আর কোনো যাত্রী আসবে না, লাগেজ রুম সাধারণ পরিবারের প্রাঙ্গণে পরিণত হয়েছে। রেলস্টেশনের উল্টো দিকে চোংশান বন্দরের হুইশলের শব্দ শোনা যায়, যাত্রীরা আগের মতোই যাওয়া আসার পথে।

    ৭০ বছর বয়স্ক চাং হুং জুন পুখৌ রেলস্টেশনে প্রায় ৪০ বছর কাজ করেছিলেন। এখানকার সব দৃশ্য তাঁর জন্য অতি পরিচিত ও ঘনিষ্ট। তিনি বলেছেন,  "পুখৌ রেলস্টেশনের আরেকটি নাম নানচিং উত্তর রেলস্টেশন। তা হল চীনের হোপেই, আনহুই ও চিয়াংসুসহ ১১টি প্রদেশের সঙ্গে সংযুক্ত যাতায়াতের সংযোগস্থল। তখন পুখৌ রেলস্টেশনের কাছাকাছি কয়লা বন্দর, জাহাজ, গাড়ি, পোস্ট অফিস ও হাসপাতাল সবই এখানে আছে।"


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040