Web bengali.cri.cn   
সিয়ামেন শহরে তাইওয়ানের জেলা ও গ্রামের বৈশিষ্ট্য অনুভব করা
  2011-10-18 12:22:04  cri

    "আমাদের উত্পাদিত গুণগতমানসম্পন্ন কৃষি উত্পাদন এ স্টেডিয়ামে দেখা যায়। আমাদের মদ, সুগন্ধী চাল এবং নানা ধরনের গ্রীষ্মমন্ডলীয় ফুল আছে। তাইওয়ানের মধ্যাঞ্চলের বিভিন্ন ধরনের কেক ও বিস্কুটও খুবই জনপ্রিয়, যেমন সুর্য কেক, স্ত্রী কেক আর আনারস কেক ইত্যাদি। এসব ধরনের মিষ্টি কেক তাইওয়ানের মধ্যাঞ্চলে উত্পাদিত হয়, এর মান খুবই ভালো। তাছাড়া, তাইওয়ানে গুণগতমানের চা পাওয়া যায়। এখানে প্রদর্শন করা পণ্য শুধু মাত্র এদের মধ্যেকার কয়েকটি মাত্র। তাইওয়ানের মধ্যাঞ্চল ২৯টি এলাকা নিয়ে গঠিত, বিভিন্ন এলাকার নিজেদের বৈশিষ্ট্য রয়েছে।"

    দক্ষিণ তাইওয়ানের কাওসিয়োং ও পিংতুং শহরের বৈশিষ্ট্যময় উত্পাদন কাওপিং স্টেডিয়ামের প্রদর্শন করা হয়। কাওসিয়োং শহরের গ্রামাঞ্চল সংস্কৃতি উন্নয়ন পরিষদের মহাপরিচালক ছাই চিন শু তাদের বৈশিষ্ট্য পরিচয় করিয়ে দেন।

    "কাওসিয়োং এবং পিংতুং হল তাইওয়ানের সবচেয়ে দক্ষিণাঞ্চল। কাওসিয়োং শহরের মেইনোং জেলা হল দক্ষিণ চীনের ফুচিয়ান প্রদেশের সংস্কৃতির ঘাঁটি। কাগজ ছাতা এবং ফুচিয়ান স্বাদের খাবার হল কাওসিয়োং'র সবচেয়ে বিখ্যাত জিনিস। সেখানে প্রাকৃতিক দৃশ্যও অতি সুন্দর। প্রজাপতি গিরিখাত এবং মাওলিন এলাকা খুবই বিখ্যাত। পিংতুং শহরের ভৌগোলিক আকার অতি লম্বা। দক্ষিণ থেকে উত্তর দিকের মোট দৈর্ঘ্য ১০০ কিলোমিটারেরও বেশি। এদের মধ্যে ৩৩টি জেলা রয়েছে। যেমন কাওশু জেলার প্রাকৃতিক পরিবেশ খুবই পরিস্কার, সেখানে কোনো শিল্প দুষণ থাকে না। স্থানীয় অঞ্চলের পানি সরাসরিভাবে খাওয়া যায়। তাছাড়া, তুংকাং বন্দরের মাছ ও চিংড়ি মাছ খুবই সুস্বাদু ও বিখ্যাত। কেনতিং জেলার প্রাকৃতিক দৃশ্যও দারুণ সুন্দর। গোটা তাইওয়ানের বিভিন্ন ধরনের গ্রীষ্মমন্ডলীয় ফুল পিংতুং শহরে পাওয়া যায়।"

    তাইওয়ানের ইলান শহরও একটি আরামদায়ক অবসর স্থান। ইলান শহরের ১২টি জেলা এবার প্রদর্শনীতে অংশ নিয়েছে। ইলান জেলার সাবেক প্রধান ল্যু কুও হুয়া বলেছেন,

    "ইলানের বিভিন্ন জেলার নিজেদের বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত চীনের মূলভূভাগের অধিবাসীরা ইলান সম্পর্কে খুব বেশি পরিচিত নয়। আমরা আশা করি এ প্রদর্শনী একটি প্ল্যাটফর্মে পরিণত হবে এবং তার মাধ্যমে ইলানের পর্যটন স্থান, উত্পাদনের ধারণা ও জনগণের চরিত্র সবার কাছে তুলে ধরা যায়। এবং আশা করি, চীনের মূলভূভাগের লোকজন ইলানে বেড়াতে আসবেন। ইলান একটি কৃষি জেলা হিসেবে, তাইওয়ানের বৃহত্তম অবসর কৃষি এলাকা আছে। এটি ছুটি কাটানো ও পর্যটনের চমত্কার স্থান।"


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040