|
তাইওয়ানের বৈশিষ্টসম্পন্ন জেলা ও গ্রামের আদান-প্রদান প্রদর্শনী স্টেডিয়াম ফুচিয়ান প্রদেশের তাইওয়ান বিষয়ক কার্যালয় ও কৃষি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে। তা প্রধানত: তাইওয়ানের জেলা ও গ্রামের বৈশিষ্ট্য এবং প্রণালীর দুই তীরের জনগণের মধ্যে আদান-প্রদানের সাফল্যের প্রতিফলন। স্টেডিয়ামের আয়তন বেশি নয়, তবে তাইওয়ানের তাইচোং শহর, ইলান শহর, কাওসিয়োং শহর ও পিংতুং শহরের দৃশ্য আলাদা আলাদাভাবে প্রদর্শন করা হয়। স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চল হল তাইচোং স্টেডিয়াম। এ স্টেডিয়ামে তাইচোং শহরের সবচেয়ে বৈশিষ্ট্যসম্পন্ন স্থান—তাইচোং পার্কের হুসিন লতাগৃহের মডেল স্থাপন করা হয়। লাল ছাদ, সাদা দোয়াল, প্রাচীনকালের স্থাপত্যের হুসিন লতাগৃহের মডেল দেখলে মনে হবে যেন তাইচোং শহরেই আছি।
" এটা হচ্ছে তাইচোং পার্কের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্যময় স্থাপত্য। তার নাম হুসিন লতাগৃহ। এ স্থাপত্য দেখার পর তাইচোং শহরকে মনে রাখা যায়। এবার ফোরামে আমাদের কৃষি ব্যুরো, অর্থনৈতিক উন্নয়ন ব্যুরো ও পর্যটন ব্যুরোর প্রতিনিধিরা অংশ নিয়েছে। তাইচোং শহর ও সিয়ামেন শহরের সঙ্গে আদান-প্রদান অতি ঘনিষ্ঠ হয়েছে। এবার আমরা মদ, মাশরুম, মধু ও চাল নিয়ে এসেছি।"
তাইওয়ান প্রদেশে মোট ৩১৯টি জেলা রয়েছে। অনেক জেলারই নিজেদের বৈশিষ্ট্য রয়েছে। এবার প্রদর্শনী স্টেডিয়ামে তাইওয়ানের বিভিন্ন জেলা তাকে প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। তাইচোং শহর সরকারের মহাসচিব হুয়াং কুও রোং সংবাদদাতাকে জানিয়েছেন, তাইচোং শহর প্রণালীর দু'তীরের জেলার মধ্যে আদান-প্রদানের ওপর খুবই গুরুত্ব দেয়। এবার তারা ৫০জনের একটি প্রতিনিধি দল নিয়ে ফোরামে অংশ নিয়েছে। তিনি আন্তরিকভাবে সংবাদদাতাকে তাইচোং শহরের বৈশিষ্ট্যময় জেলাগুলো পরিচয় করিয়ে দেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |