|
মানচিত্রে দেখা যায়, থোংওয়ান শহরের পূর্ব, পশ্চিম ও উত্তর দিক অন্তঃর্মঙ্গোলিয়ার সঙ্গে সংযুক্ত এবং দক্ষিণ দিক শানসি প্রদেশের সঙ্গে সংযুক্ত। এটা উত্তর চীন ও মধ্য চীনের সংযুক্ত এলাকা এবং ইতিহাসে বিলীন হওয়া সিয়োংনু জাতির বসবাসের স্থান। এ শহরের রক্ষণাবেক্ষণ সিয়োংনু জাতির সংস্কৃতি সংরক্ষণ ও মধ্য চীনের সংস্কৃতির যোগাযোগ ও আদান-প্রদানের জন্য সহায়ক।
"প্রাদেশিক সরকারকে চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি সংরক্ষণ নীতিমালা অনুযায়ী এখানকার উন্নয়ন কাজ করতে হয়। প্রথমে ভালভাবে সংরক্ষণ করে তারপর পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন করতে হয়। শহরের নতুন পরিদর্শন রাস্তা এবং পুরনো শহরের দেয়ালের প্রধান অংশের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হয়। দেয়ালটিকে ইচ্ছামতো স্পর্শ করা যায় না এবং তার ওপর কোনো অনুমোদিত অনুসন্ধান কাজ চালানো যায় না।"
থোংওয়ান শহরকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য চিংপিয়ান জেলা সরকার ২০০১ সালে আবেদন করে। ২০০৪ সালে এ শহর চীনের ১০০টি রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংরক্ষণ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্তমানে এ পুরাকীর্তি বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের অনানুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী ২০১৩ সালে পড়বে থোংওয়ান শহর নির্মাণের ১৬০০তম বার্ষিকী। ডক্টর হৌ ইয়োং চিয়ান আশা করেন, এ বার্ষিকী উপলক্ষ্যে আরও বেশি লোকজন থোংওয়ান শহরকে জানবেন এবং যৌথভাবে এ শহরের ধ্বংসাবশেষের সংরক্ষণ ও উন্নয়ন কাজের ওপর গুরুত্ব দেবেন।
"আমরা আশা করি, তখন পুরাকীর্তি ব্যবস্থাপনায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সমাজের বিখ্যাত ব্যক্তি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবকরা একসাথে এ শহরের সংরক্ষণ কাজে অংশ নেবেন, যাতে যথোপযুক্তভাবে ইতিহাস ও সাংস্কৃতিক সম্পদকে সম্মান, পুরাকীর্তিকে সক্রিয়ভাবে সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের কাজ করা যায়। আশা করি, এ ব্যাপারে সমাজের বিভিন্ন মহলের সমর্থন পাওয়া যাবে।"
তরঙ্গের মতো বালির পাহাড়ঘেরা থোংওয়ান শহরকে দূর থেকে দেখলে মনে হয়, আগের মতো মহান ও পবিত্র। এটা মাওসুউ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা একটি স্মৃতিসৌধের মতো।
জানা গেছে, শানসি প্রদেশের ইউলিন শহরের চিংপিয়ান জেলা সরকার ১ কোটি ২০ লাখেরও বেশি ইউয়ান ব্যয়ে থোংওয়ান শহরের ২৪০০ একরেরও বেশি ভূমির উন্নয়ন কাজ করেছে। সংরক্ষিত এলাকায় আবাসিক স্থান, মন্দির ও কবরস্থান সরিয়ে নেওয়া হয়েছে এবং পূর্ব ও পশ্চিম এলাকার ধ্বংসাবশেষের ১০০ মিটার জায়গা অত্যন্ত গুরুত্ব দিয়ে সংরক্ষিত হয়েছে।
(সুবর্ণা/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |