|
সম্প্রতি সিআরআই'র সংবাদদাতা গাড়ি চালিয়ে এ পুরনো শহরে বেড়াতে যান। মাওউসু মরুভূমি থেকে উতিং নদী পার হয়ে একটি রহস্যময় গিরিখাত অতিক্রম করার পর একটি সাদা রঙের দেয়ালের ধ্বংসাবশেষ দেখা যায়। হাজার বছর ধরে বাতাস ও বালি মোকাবিলা করে এ পুরনো শহর এখনও অতি মহান ও স্থিরভাবে দাঁড়িয়ে আছে।
থোংওয়ান শহরের ধ্বংসাবশেষের কর্মী চাং ছিং ছিং সংবাদদাতাকে জানান, ৪১৩ খ্রিস্টাব্দে এ শহরের নির্মাণ কাজ শুরু হয় এবং ৪১৮ খ্রিস্টাব্দে শেষ হয়। অর্থাত্ এ পর্যন্ত প্রায় ১৬০০ বছরের ইতিহাস রয়েছে এ শহরের। থোংওয়ান শহরের ভিতরে তিন স্তরের দেয়াল আছে। এটা প্রাচীনকালে সিয়োংনু জাতির দেয়ালের আকার ও স্থাপত্য ভালভাবে সংরক্ষিত একমাত্র শহর এবং চীনের ইতিহাসে সংখ্যালঘু জাতি স্থাপিত সবচেয়ে সম্পূর্ণ, মহান ও স্থিতিশীল শহরের অন্যতম। থোংওয়ান শহরের নাম প্রাচীনকালের একজন বীরের সঙ্গে সম্পর্কিত। তিনি সিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সিয়োংনু জাতির নেতা হে লিয়ান বো বো। সিয়া রাজ্য প্রতিষ্ঠার পর তিনি গোটা চীনকে একীকরণ করতে চান। এ কারণে শহরের নামকরণ করা হয় থোংওয়ান, চীনা ভাষায় যার অর্থ একীকরণ।
"শহরের পশ্চিম এলাকার আয়তন প্রায় ৩.৭ লাখ বর্গমিটার। পূর্ব এলাকা হলো তত্কালীন সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা। পূর্ব এলাকার বাইরেই অধিবাসীদের আবাসিক এলাকা। জানা গেছে, বো হে লিয়ান বো বো রাজপ্রাসাদ নির্মাণের সময় অনেক সুন্দর-সুন্দর স্থাপত্য গড়ে তোলেন। এগুলো প্রাচীনকালের ছিন রাজবংশের সিয়ানইয়াং শহর ও লুও ইয়াং শহরের স্থাপত্যের মতো।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |