Web bengali.cri.cn   
সেইলিং ও সেইল-বোর্ডিং হাইখৌ পর্যটনের জন্য রঙ বাড়িয়েছে
  2011-05-03 20:36:50  cri

সিছুয়ান সেইলিং দলের প্রশিক্ষক হচ্ছেন ফরাসি নাগরিক লরেন্স। তিনি ৬ বছর চীনে আছেন। এর মধ্যে ৫ বছরই হাইখৌয়ে কাটিয়েছেন। তিনি মনে করেন, তিনি 'হাইখৌর একজন অধিবাসী'তে পরিণত হয়েছেন। তাঁর মতে হাইখৌ সেইলিং ও সেইল-বোর্ডিং ঘাঁটি অন্য দেশের চেয়ে খারাপ না। তিনি বলেন,

"আমি চীনের জাতীয় সেইলিং দলে প্রশিক্ষক হিসেবে কাজ করি। কিন্তু আমি হাইনান প্রদেশকে খুবই পছন্দ করি। সেজন্যে হাইখৌ আসি। ৫ বছর ধরে এখানে আছি। এখানকার পরিবেশ ভালো। গ্রীষ্মকালে বড় সূর্য দেখা যায়। বালুকা বেলাও সুন্দর।"

সবে রাশিয়া থেকে দেশে ফিরে আসা চাং ইয়ুনছেন প্রথমবারের মত হাইখৌ পশ্চিম উপকুলে আসেন। প্রথমবার হলেও এখানকার সেইলিং ও সেইল-বোর্ডিং ক্রীড়া তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। তিনি বলেন,

"আমি শুনেছি রুশরা এ ক্রীড়া পছন্দ করেন। কৃষ্ণ সাগরে অনেক মানুষ এটা খেলেন। কিন্তু রাশিয়ায় সাগর নেই এমন জায়গা বেশি। দূর প্রাচ্য অঞ্চলের মানুষ হাইনানে আসতে চান। এখানকার খরচ অনেক কম।"

গত জানুয়ারি মাসে প্রথম সেইল-বোর্ডিং ছিয়োংচৌ প্রণালী অতিক্রম প্রতিযোগিতায় অংশ নেয়া এবং অপেশাদার গ্রুপের রানার্স-আপ হওয়া উ সু বলেন, আসলে সেইল-বোর্ডিং ক্রীড়ায় অংশ নেয়ার শর্ত তেমন কঠিন না। ভালো স্বাস্থ্য এবং সাঁতার কাটতে জানাই তার জন্য যথেষ্ঠ। তিনি বলেন,

"খরচ দিনে ১শ' ইউয়ান; মাসে ৮শ' ইউয়ান। এর মধ্যে প্রশিক্ষকের খরচও রয়েছে। বলা যায়, এ খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে কম। এই ক্রীড়ায় অংশ নেয়া মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। আগে সবাই মনে করতেন, এটা একটা কঠিন ক্রীড়া। তারা মনে করতেন, শুধু ভালো কৌশল জানা মানুষই সেইল-বোর্ডিং খেলতে পারেন। কিন্তু আসলে উপযুক্ত বাতাস ও ঢেউ থাকা অবস্থায় নবীন শিক্ষার্থীরাও সহজে সেইল-বোর্ড নিয়ে সমুদ্রে খেলতে পারেন।"

হাইখৌ সেইল-বোর্ডিং ক্লাবে উ সু'র মতো দীর্ঘকালীন সদস্য ৪০-৫০জন। তাঁরা একই সখের জন্য মিলিত হয়ে পরস্পরের কাছ থেকে কৌশল শেখেন। উ সু বলেন,

"আমার মনে হয় সেইল-বোর্ডিং হচ্ছে ভালো, আরামদায়ক ও অবাধ ক্রীড়া। প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ক্রীড়া। আমি এটাকে পছন্দ করি। কারণ সম্ভবত এই যে, সেটা নিরাপদ ক্রীড়া। কমপক্ষে পায়ের নিচে একটি বোর্ড আছে।"


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040