Web bengali.cri.cn   
সেইলিং ও সেইল-বোর্ডিং হাইখৌ পর্যটনের জন্য রঙ বাড়িয়েছে
  2011-05-03 20:36:50  cri
 সূর্যালোক, বালুকা বেলা ও ডাব গাছ... প্রতি বছর ডাব ও সমুদ্র রীতিনীতি পশ্চিম হাইখৌ উপকুলে অনেক দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু হাইখৌর পশ্চিম উপকুলে কেবল ক্রান্তীয় দৃশ্যই পর্যটকদের আকর্ষণ করেনা; বরং প্রাণবন্ত সেইলিং ও সেইল-বোর্ডিং ক্রীড়াও তাদেরকে টানে। পর্যটকরা সে ক্রীড়া থেকে অপরিসীম আকর্ষণশক্তি অনুভব করেন। উত্তর চীনের পর্যটক মাদাম চাও বলেন,

"এটা খুবই প্রাণবন্ত। এতে দারুণ জীবনীশক্তি।"

হাইনান প্রদেশের ওয়াননিং থেকে আসা ছেন কুইশিয়োং এক বছর ধরে অপেশাদার সেইল-বোর্ডিংয়ের অনুরাগী। তার ভাষ্য হলো,

"এ রকম ক্রীড়া আরো নতুন। এতে তীব্র উত্তেজনা আরো বেশি হয়।"

তিনি বলেন, সেইল-বোর্ডিং ক্রীড়ার অনুরাগী হওয়া একটি কাকতালীয় ব্যাপার ছিল। তিনি বলেন,

"সেদিন আমি সাঁতার কাটার জন্য এসেছিলাম। এরকম ক্রীড়া দেখার পর আমি একবার চেষ্টা করি। সেইল-বোর্ডে দাঁড়িয়ে সমুদ্রে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্রীড়াটি পছন্দ করে ফেলি। এখন প্রতিদিন আমি এখানে আসি।"

সেইল-বোর্ডিং ক্রীড়ার মাধ্যমে ছেন কুইশিয়োং অনেক নতুন বন্ধু জুটিয়েছেন। আবহাওয়া ভালো এবং বাতাসের গতিবেগ যথেষ্ঠ হলে প্রতিদিন তাঁরা সেইল-বোর্ড নিয়ে সমুদ্রে যান। ছেন কুইশিয়োং বলেন, এ বছরে ত্বক কালো হওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থাও আরো ভালো হয়েছে। বিশাল সমুদ্রের সামনে দাঁড়ালে মনটাও আরো বিশাল হয়। পাশাপাশি তিনি একটি নিয়ম খুঁজে বের করেছেন। তিনি বলেন,

"গ্রীষ্মকাল অর্থাত্ মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত - এ কয়েক মাস প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুকূল। কারণ সে সময় বাতাসের দিক থাকে দক্ষিণ-পূর্ব এবং গতিবেগও কম থাকে। ঢেউও থাকে কম। শীতকাল অর্থাত্ অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল মাস পর্যন্ত দক্ষ সেইলারদের জন্য মজা হবে।"

হাইখৌর পশ্চিম উপকুলে ছেন কুইশিয়োংয়ের মতো সেইল-বোর্ডিং অনুরাগীর সংখ্যা কম না। কিন্তু প্রতিযোগিতা করার জন্য পেশাগত খেলোয়াড়ের সংখ্যা আরো বেশি।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040