Web bengali.cri.cn   
সেইলিং ও সেইল-বোর্ডিং হাইখৌ পর্যটনের জন্য রঙ বাড়িয়েছে
  2011-05-03 20:36:50  cri

প্রতি বছরের অক্টোবর থেকে পশ্চিম উপকুলে আরো বেশি সেইলিং ও সেইল-বোর্ডিংয়ের আবির্ভাব ঘটে। সেইলিং ও সেইল-বোর্ডিং দলের সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ হাইখৌয়ে শীতকালের একটি নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। ১৯৮৪ সালে নির্মিত হাইখৌ সেইলিং ও সেইল-বোর্ডিং প্রশিক্ষণ ঘাঁটি চীনের সেইলিং ও সেইল-বোর্ডিং ক্রীড়ার উদ্ভব ও উন্নয়ন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছে।

সিছুয়ান সেইল-বোর্ডিং দলের সদস্য শিয়াও ইন ১৯৯৮ সাল থেকে প্রতি বছর তার দলের সঙ্গে শীতকালীন প্রশিক্ষণের জন্য হাইখৌয়ে আসেন। তিনি বলেন, গত কয়েক বছরে হাইখৌয়ে শীতকালীন প্রশিক্ষণে আগত বিভিন্ন দেশের খেলোয়াড়ের সংখ্যা দিন দিন বাড়ছে। কখনো কখনো ৬শ' খেলোয়াড় ছাড়িয়ে যায়। জানা গেছে, প্রশিক্ষণ ঘাঁটি নির্মিত হওয়ার আগে তাদের নিজেদেরকেই সাজসরঞ্জাম নিয়ে সমুদ্রতীরে যেতে হতো। দিনে দুবারের মতো যেতে হতো। খুব ক্লান্তিকর ব্যাপার ছিল। কিন্তু এখন ঘাঁটি নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে হোস্টেল, গুদাম ও পথসহ বিভিন্ন স্থাপনা তুলনামূলকভাবে পূর্ণাঙ্গ করা হয়েছে। ইন বলেন, "পরিবর্তন অনেক। এখন এখানটা খুব সুন্দর। রাজপথ বা নিকটবর্তী সবুজীকরণ হোক কিংবা পরিবেশ হোক - সবই সুন্দর। বালুকা বেলায় সবসময় দেখা যায় সাদা বর্জ্য সংগ্রহ করা মানুষ। খুব ভালো লাগে। একটি সভ্যতার শহর।"

সিছুয়ান সেইলিং দলের সদস্য ছেন লান বলেন, সিছুয়ান হচ্ছে অন্তর্দেশীয় প্রদেশ। গোটা প্রদেশে ছিয়োংহাই-ই হলো সেইল-বোর্ডিংয়ের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র। তাতে প্রশিক্ষণের চাহিদা পূরণ হয় না। শীতকালে হাইখৌর তাপমাত্রা দশ-বার ডিগ্রি সেলসিয়াস। প্রশিক্ষণের জন্য খুবই উপযোগী। এরকম পরিবেশে প্রশিক্ষণ নিলে ক্লান্তি আসে না। ফল উন্নত করার জন্যও এটি অনুকূল। তিনি বলেন,

"দুবছর আগে আমি এখানে আসি। শুরুতে চর্চা করেছি সেইল-বোর্ডিং। চলতি বছর থেকে সেইলিংয়ে পরিবর্তন করেছি। হাইখৌর আবহাওয়া তুলনামূলকভাবে শীতকালীন প্রশিক্ষণের জন্য উপযুক্ত। কারণ শীতকালে খুব ঠাণ্ডা না। প্রতি বছর সেইলিং ও সেইল-বোর্ডিং দল এখানে আসে।"


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040