Web bengali.cri.cn   
ইউয়ান মিং ইউয়ান উদ্যানে ভ্রমণ
  2010-12-21 20:41:50  cri

পাথর মাছ

ইউয়ান মিং ইউয়ান উদ্যানের পুরাকীর্তি প্রদর্শনীতে দাসুইফা'র একটি স্থানে পাথর দিয়ে তৈরি মাছের ভাষ্কর্য রয়েছে। ইউয়ান মিং ইউয়ান ব্যবস্থাপনা বিভাগের পুরাকীর্তি অফিসের কর্মকর্তা মাদাম চেন হুই জানিয়েছেন, 'দাসুইফায় চীন ও পশ্চিমা স্থাপত্য শৈলী উভয়ই আছে। যেমন এ পাথর দিয়ে নির্মিত মাছের ভাষ্কর্য চীনের ভাষ্কর্য শিল্পের রীতি অনুসারে তৈরি করা হয়েছে। এ মাছের লেজ ও আশঁ এত প্রাণবন্তভাবে খোদাই করা হয়েছে যে, দেখলে মনে হবে একটি সত্যিকার মাছ। এ থেকে বোঝা যায়, ছিং বংশের রাজত্বকালে চমত্কার ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছে।'

কিন্তু পরিতাপের বিষয় হলো ১৮৬০ সালের অক্টোবর মাসে বৃটেন ও ফ্রান্সের যৌথ বাহিনী ইউয়ান মিং ইউয়ান উদ্যান দখল করে তা নষ্ট করার পাশাপাশি লুটপাট করেছে। দু'দিন দু'রাত ধরে জ্বলতে থাকা আগুনে ইউয়ান মিং ইউয়ান উদ্যান পরিণত হয়ে যায় ধ্বংসস্তূপে । ৭০ বছর বয়স্ক বৃদ্ধ চিয়াং সাহেব গত বিশ বছরেরও বেশি সময় ধরে প্রায় প্রতি সপ্তাহে ইউয়ান মিং ইউয়ান উদ্যানে বেড়াতে আসেন। তিনি বলেন, 'ইউয়ান মিং ইউয়ানের নান্দনিক দৃশ্য মনে প্রশান্তি এনে দেয়। এখানে প্রাচীন পুরাকীর্তি উপভোগ করা যায়। চীনের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের দৃশ্য সবই এখানে একীভূত হয়েছে। পশ্চিমা ভবনের প্রতিনিধিত্বও এখানে আছে। আমি দাসুইফাকে সবচেয়ে বেশি পছন্দ করি। এখানে এসে ইতিহাসের কথা স্মরণ করতে পারি। আগুনে পুড়িয়ে ফেলা সত্যিই পরিতাপের ব্যাপার।'

প্রদর্শিত চীনা মাটির তৈজসপত্রের টুকরা

২০১০ সালে 'ইউয়ান মিং ইউয়ান উদ্যানের পুনরাণয়নকৃত পুরাকীর্তির প্রদর্শনীতে প্রথমবারের মতো পর্যটকদের কাছে মূল্যবান পাথরের ভাস্কর্য, জেড পাথর, ব্রোঞ্জ ও চীনামাটির তৈজসপত্রের টুকরা প্রদর্শিত হয়। ইউয়ান মিং ইউয়ানের ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা চেন হুই বলেন, 'বহু বছরের বৈজ্ঞানিক প্রত্নতত্ত্ব অন্বেষণের মাধ্যমে ইউয়ান মিং ইউয়ানের পুরাকীর্তিগুলো আবিষ্কার করা হয়েছে। নষ্ট হলেও তা ইউয়ান মিং ইউয়ানের সত্যিকার রূপের প্রতিনিধিত্ব করে। এ পুরাকীর্তিগুলো ইউয়ান মিং ইউয়ানের উজ্জ্বল ইতিহাস অতিক্রম করে এ উদ্যানের অবমাননা দিকটিকেই প্রমাণ করেছে।

১৯৮৮ সালে ইউয়ান মিং ইউয়ানকে চীনের জাতীয় পর্যায়ের পুরাকীর্তি সংরক্ষণ ইউনিটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ইউয়ান মিং ইউয়ান উদ্যানের ব্যবস্থাপনা বিভাগের প্রচার দপ্তরের উপ-প্রধান ওয়াং জুন ইয়ান জানিয়েছেন, 'বর্তমান ইউয়ান মিং ইউয়ান হচ্ছে কৃত্রিম উদ্যান। এখানকার পাহাড় ও লেক সবই কর্মীদের তৈরি। এক একটি ছোট ছোট পুকুরের দ্বারা একে সংযুক্ত করা হয়েছে। এখানে দুটি ব্যবস্থা আছে। একটা হলো পরিবহন, আরেকটা হলো ভ্রমণ।'

এখন ইউয়ান মিং ইউয়ান পার্ক পেইচিংয়ের একটি দুর্লভ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ইতিহাস যেন এখানে এসে থেমে গেছে। আমরা বিশ্বাস করি, ইউয়ান মিং ইউয়ান পার্ক মানবজাতির সভ্যতা সংরক্ষণ আর সুষম বিশ্ব গড়ে তোলার একটি অতুলনীয় বিশেষ স্মরণীয় স্থান হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040