৪ নভেম্বর পেইচিং ইউয়ান মিং ইউয়ান উদ্যানপুরী আনুষ্ঠানিকভাবে চীনের 'জাতীয় চার-এ শ্রেণীর দর্শনীয় স্থানে' পরিণত হয়েছে। ইউয়ান মিং ইউয়ান উদ্যানপুরীর প্রশাসনিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, উদ্যানপুরীর টিকিটের দামের পরিবর্তন হবে না। জানা গেছে, বর্তমানে পেইচিং শহরের হাইতিয়ান এলাকায় রয়েছে চীনের 'জাতীয় পাঁচ-এ শ্রেণীর দর্শনীয় স্থান' গ্রীষ্ম প্রাসাদ এবং ৪টি 'জাতীয় চার-এ শ্রেণীর দর্শনীয় স্থান'। তা হলো সিয়াংশান পার্ক, পেইচিং বৃক্ষ উদ্যান, কেন্দ্রীয় টিভি টাওয়ার এবং ইউয়ান মিং ইউয়ান উদ্যানপুরী।
খোং চিয়া চিয়া