Web bengali.cri.cn   
সুফুর জাপান-যাত্রার রহস্য
  2010-08-04 10:18:45  cri

  

জাপানে সুফু সম্বন্ধে নানা রকম কিংবদন্তী প্রচলিত ।এমন কি ,কোনো কোনো জাপানী পন্ডিত মনে করেন সুফুই জাপানের ইতিহাস গ্রন্থে উল্লেখিত সম্রাট সিন্তু ।জাপানী জনগণও তাদের পুর্বপুরুষ হিসেবে সুফুকে পুজা করেন এবং তাঁকে কৃষি দেবতা ও ভেষজ ঔষধের দেবতা বলে সম্মান করেন ।জাপানে এখনো সুফুর সমাধি, সুফু ভবন, সুফু পাহাড় , এবং সুফুর তীরে অবতরনের স্মৃতিফলক আছে।১৯৯১ সালে জাপানী জনগণ সাগা জেলায় সুফুর পথ নামে একটি পার্ক স্থাপন করেছেন ।প্রতিবছরের শরত্কালে মন্দিরে সুফুর প্রতিমুর্তির সামনে ধানের শিষের প্রথম গুচ্ছ অর্পন করা হয় । প্রতি ৫০ বছরে একবার করে বিপুল সমারোহে সুফুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যজ্ঞ অনুষ্ঠিত হয়।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040