Web bengali.cri.cn   
সুফুর জাপান-যাত্রার রহস্য
  2010-08-04 10:18:45  cri

 

ছিন রাজবংশের ইয়ংজেন সিংহাসনে আরোহনের পর চিরকাল বেঁচে থাকার স্বপ্ন দেখতেন ।একদিন তিনি খবর পেলেন চীনের পো সাগরে  একটি স্বর্গীয় পর্বতে মৃতসঞ্জীবনী পাওয়া যায় । কালবিলম্ব না করে তিনি ইয়ান রাজ্যের অধিবাসী লু সেনকে পো সাগরে  মৃতসঞ্জীবনী সন্ধানের নির্দেশ দিলেন ।লুসেনের জাহাজ যথাসময়ে জিয়ে সি অর্থাত বর্তমানের ছিনহুয়াঙতাও শহর ছেড়ে গেল ।কিন্তু তিনি মৃতসঞ্জীবনী খুঁজে পান নি ।ছিনহুয়াঙতাও শহরের কংসান পার্ককে লুসেনের সমুদ্রযাত্রা আরম্ভের-স্থান বলে চিহ্নিত করা হয়েছে।১৯৯২সালে সেখানে সম্রাটইয়ংজেনের কালো পাথারের যে মূর্তি বসানো হয়েছে তা ৬মিটার উচু এবং তার ওজন ৮০ টন।

  

মৃতসঞ্জীবনীর সন্ধানে লুসেন ব্যর্থ হয়েছে জেনে সম্রাট ইয়ংজেন সুফুকে পো সাগরে  মৃতসঞ্জীবনী সন্ধান করতে পাঠালেন ।সুফু প্রথমবার জাহাজে উঠে সাগরে দিনখানেক কাটানোর পর রাজধানীতে ফিরে সম্রাটইয়ংজেনকে জানালেন যে ,তিনি স্বর্গীয় ফেংলাই পর্বতে আরোহন করে মৃতসঞ্জীবনীর সন্ধান পেয়েছিলেন ,কিন্তু তাঁর নিয়ে যাওয়া যত্সামান্য উপহারে অসন্তুষ্ট হয়ে স্বর্গীয় ফেংলাই পর্বতের দেবতা তাঁকে মৃতসঞ্জীবনী দিতে নারাজ ।সেই দেবতা তাকে বলেছেন , মৃতসঞ্জীবনী পেতে চাইলে সুদর্শন নরনারী ও দক্ষ ছুতার মিস্ত্রী সেখানে পাঠাতে হবে । সুফু মৃতসঞ্জীবনী দেখেছেন জেনে সম্রাটইয়ংজেন দারুন খুশী । তিনি তিন হাজার বালকবালিকা ও কিছু সংখ্যক দক্ষ ছুতার মিস্ত্রী বাছাই করে তাদের সুফুর সংগে মৃতসঞ্জীবনী সন্ধানে যেতে হুকুম দেন । সুফু সমুদ্রে কিছুদিন ঘোরাফেরা করে মৃতসঞ্জীবনী খুঁজে পান নি । রাজধানীতে ফিরে সম্রাট ইয়ংজেনকে জানালেন যে , তিনি যে মৃতসঞ্জীবনী পান নি তার কারণ : সমুদ্রের একটি প্রকান্ড মাছ তাঁর জাহাজকে স্বর্গীয় ফেংলাই পর্বতের পাদদেশে ভিড়তে দেয় নি । ভিড়তে চাইলে শ্রেষ্ঠ তীরন্দাজ আর আধুনিক অস্ত্র দরকার ।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040