Web bengali.cri.cn   
সুফুর জাপান-যাত্রার রহস্য
  2010-08-04 10:18:45  cri

আশ্চর্যের ব্যাপার এই যে , একই দিন রাতে সম্রাট ইয়ংজেন স্বপ্ন দেখেছেন :তিনি সমুদ্র-দেবতার সংগে ধস্তাধস্তি করছেন । দৈবজ্ঞ তাঁর স্বপ্নের অর্থ ব্যাখ্যা করে বললেন যে , সমুদ্রদেবতাটি সেই প্রকান্ডমাছের প্রতীক ।সম্রাট ইয়ংজেন সুফুর মিথ্যা কথা বিশ্বাস করে তার জন্য শ্রেষ্ঠ তীরন্দাজ আর আধুনিক অস্ত্র যোগাড় করেন ।এবার সম্রাট ইয়ংজেন স্বয়ং নৌযাত্রায় বের হলেন ,তাঁর জাহাজ জিফু দ্বীপের কাছে যেতে না যেতেই একটি প্রকান্ড মাছ দেখা দিল।সম্রাট ইয়ংজেন তত্ক্ষণাত্ তীর ছুড়ে মাছটি মেরে ফেলেন এবং মনে করেন , স্বর্গীয় ফেংলাই পর্বতে আরোহন করতে আর কোনো বাঁধাই নেই । কিন্তু অবশেষে স্বর্গীয় ফেংলাই পর্বত ও মৃতসঞ্জীবনী খুঁজে পাওয়া গেল না ।সুফু সম্রাট ইয়ংজেনের সংগে দেখা করার সাহস না করে তিন হাজার বালকবালিকা ও দক্ষ ছুতারদের নিয়ে জাপানে পালিয়ে যান এবং অবশেষে সুফু জাপানের ফুসি পর্বতের পাদদেশে পরলোক গমন করেন। তাদের বংশধররা যুগ যুগ ধরে জাপানে বাস করেন ।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040